হিডেন বা স্পাই ক্যামেরা ডিটেকশন :
হিডেন বা স্পাই ক্যামেরা প্রাইভেসির জন্য একটি বড় হুমকি। বিশেষ করে যারা Airbnb বা Vrbo তে ভাড়া নিয়ে ভ্যাকেশন বা একটু প্রাইভেট সময় কাটাতে যান। মহিলাদের জন্য বিষয়টি আরো বেশি বিড়ম্বনার। বাংলাদেশে কাপড় ট্রায়াল রুমে বেশ কিছু অনাকাংখিত ঘটনাও ঘটেছে - হিডেন ক্যামেরা নিয়ে। আমরা সবাই স্মার্ট ফোন ব্যবহার করি আর এই স্মার্ট ফোনের ক্যামেরা ব্যবহার করে খুব সহজেই আপনি হিডেন বা স্পাই ক্যামেরার বিড়ম্বরা থেকে বাঁচতে পারেন।
হিডেন ক্যামেরা কম আলো বা অন্ধকার ঘরে মানুষের ছবি তুলতে পারে ইনফ্রারেড (IR) আলো বা মানুষের দেহের তাপমাত্রা ব্যবহার করে , যা সাধারণত মানুষের চোখ সনাক্ত করতে পারে না। এন্ড্রয়ড বা আইফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা খুব সহজেই হিডেন ক্যামেরার IR আলো ডিটেক্ট করতে পারে। Pixel 6 এর ফ্রন্ট বা ব্যাক ফেসিং উভয় ক্যামেরাই IR সিগন্যাল ডিটেক্ট করতে পারে।
স্মার্ট ফোন দিয়ে বাসায় এক্সপেরিমেণ্ট করতে পারেন হিডেন ক্যামেরা কি করে ডিটেক্ট করতে হয়। আপনার ফোনের ক্যামেরা অন করে একটি টিভির রিমোট কন্ট্রোলার নিয়ে সেটা ফোনের ক্যামেরার দিকে ধরে পাওয়ার বাটন প্রেস এন্ড হোল্ড করুন কয়ে সেকেন্ড। ফোনের ক্যামেরাতে ছোট বিন্দুর মতো বেগুনি/গোলাপী রঙের আলো দেখা যাবে- যার অর্থ আপনার ক্যামেরা IR সিগন্যাল ডিটেক্ট করতে পেড়েছে।
একই পদ্ধতিতে আপনি রেন্টাল / ভ্যাকেশন হাউস বা অন্য কোথাও সন্দেহ হলে হিডেন ক্যামেরা খুঁজে - অবাঞ্চিত অবস্থা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। IR- বা হিডেন ক্যামেরা পরীক্ষা করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো ঘরটিকে যতটা সম্ভব অন্ধকার করা (যাতে ক্যামেরা থাকলে, IR সিগন্যাল ডিটেক্ট করতে পারে স্মার্ট ফোনের ক্যামেরা ) এবং তারপর আপনার ফোন দিয়ে রুমটি স্ক্যান করুন । যদি কোনো ক্যামেরা থাকে রুমে - আপনার ফোনের ক্যামেরার স্ক্রিনে বেগুনি/গোলাপী রঙের আলো দেখা যাবে।
Post a Comment