GuidePedia

0
জানেন কী ?



২০২০ সাল থেকে  NASA International space station এ টুরিস্ট নিয়ে যাবে 
তবে এর জন্য কিছু রিকোয়ের্মেন্ট আছে

আজ সেগুলো জানি আমরা।

★ সবার প্রথমে আপনাকে United States Of America এর নাগরিক হতে হবে!

★আপনাকে  Space-X কে দিতে হবে 58 million USD বাংলাদেশী টাকায় 4,900,768,000 টাকা
এটাই কিন্তু সব টাকা না! এটা খালি গাড়ী ভাড়া  মানে যাতায়াত এর জন্য স্পেস শীপ এর টাকা

★আর প্রতি রাত মানে প্রতি ২৪ ঘন্টা International space Station এ থাকার জন্য NASA কে দিতে 35,000 USD  হবে  2,957,360 টাকা।




এবার এই রিলেটেড কিছু তথ্য :

★ আপনি সর্বোচ্চ ৩০ দিন ISS এ থাকতে পারবেন।

★Space -X প্রতিবছর ২ বার যাত্রী আনা নেয়া করবে!

★আপনার যাবার ব্যবস্থা করবে মূলত Space-x এবং Boeing (Iargest Aviation Plane Producing Company) যেটি আমেরিকান।

★এটা শুধু ঘোরার কাজে ব্যবহার হবে এমন না,  আপনি ইচ্ছে করলে মুভিও শুট করতে পারবেন ওপেন স্পেস এ , পার্সোনাল রিসার্চ করতে পারবেন , কোনো প্রোডাক্ট এর টেস্ট করতে পারবেন  সেখানে!

★USA কিন্তু প্রথম দেশ না যারা টুরিস্ট পাঠাচ্ছে স্পেস এ,  এর আগে রাশিয়ার একটি কোম্পানি Space Adventures ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৭ জন পর্যটক পাঠিয়েছিল স্পেস এ।
তো আপনি আমি চাইলেও হয়তো অদূর ভবিষ্যৎ এ অন্তত পর্যটক হিসাবে ISS এ যেতে পারবো না ৷


Post a Comment

 
Top