ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপনের গুরুত্ব:
বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার পেছনে প্রধানত দায়ী বৃক্ষহীনতা। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। মহানবী সা. বৃক্ষের শোভামণ্ডিত সুশোভিত পরিবেশ ভালোবাসতেন। তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন বৃক্ষপ্রেমী। জীবনে বহুসংখ্যক গাছ তিনি নিজ হাতে রোপণ করেছেন। অসংখ্য হাদিসে তিনি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন তাঁর অনুসারীদের।
পরিবেশের ব্যাপারে রাসূল সা. কতটা রক্ষণশীল ছিলেন এটি একটি হাদিস থেকেই বুঝা যায়। যদি কেয়ামত চলে আসে আর তোমার হাতে একটি গাছ থাকে তাহলে সেটি রোপণ করে দাও। কতটা গুরুত্ব দিলে রাসুল সা. এমন কথা বলতে পারেন।
বৃক্ষরোপণকারী মরে যাওয়ার পরও এর সওয়াব অনবরত পেতে থাকবে।এ জন্য ইসলামে বৃক্ষের পরিচর্যার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়; বরং এর যথাযথ পরিচর্যার মাধ্যমে পুষ্প-পল্লবে বিকশিত হওয়ার সব ব্যবস্থা করতে হবে।
আপনার যত্নে যদি একটি বৃক্ষ ফুলে-ফলে সুশোভিত হয়, পথিক এর ছায়ায় বসে, পশু-পাখি বিশ্রামের সুযোগ পায়, ফুল-ফল খেয়ে উপকৃত হয় এরা সবাই আপনার জন্য দোয়া করবে।
একান্ত প্রয়োজন ছাড়া ইসলাম কাউকে গাছ কেটে ফেলার অনুমতি দেয় না। এক কথায় গাছের ক্ষতি হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডই ইসলাম সমর্থন করে না ।
আজ জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ কতটা অসহায় বোধ করছে। ৩৮-৪১ ডিগ্রি মাত্রায় অসহনীয় গরমে জীবন কঠিন হয়ে যাচ্ছে।
আজ উন্নতি দেশগুলো বলে যে আমরাই নির্ধারণ করি যে কত মাত্রায় কার্বন-ডাই অক্সাইড নি:স্বরণ করবো।
এই জায়গায় আমাদের উচিত নিজেকে দেশকে সমাজকে বাঁচানোর জন্য আমাদের গাছ লাগানো। আজ এ তাপমাত্রা আমাদের হাতের কামাই।
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা শুধু জাহান্নামের আগুন নয়। বরং দুনিয়ার আগুনও হতে পারে।
ইব্রাহিম আ. নিজের দেশের জন্য যেমন দোয়া করেছেন- ‘রব্বিজ আল হাজা বালাদান আ-মিনা। হে আল্লাহ এ শহর কে এ দেশকে আপনি নিরাপদ করেন। ঠিক তেমনই আমাদের দেশের জন্য আমাদের দোয়া করতে হবে, চেষ্ট করতে হবে।
গাছের অনেক উপকারিতা রয়েছে।
বনায়নের ফলে গরম থেকে আমরা রক্ষা পাবো। আর সদকায়ে জারিয়া তো থাকছেই। যতদিন এ গাছ থাকবে এর সাওয়াব পেতে থাকবো আমরা।
তাছাড়া গাছগাছালির উপকারের কোনো শেষ নেই। একটি গাছ বছরে প্রায় ১৩ কেজি কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে। বৃক্ষরোপণকে ইসলামে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে।
যে গাছ লাগাবে এবং তা পরিচর্যা করবে, সে অনবরত সাওয়াব পেতে থাকবে।
গাছ লাগানো ইবাদত। রাসুল সা. নিজে গাছ লাগিয়েছেন সাহাবায়ে কেরামকে লাগাতে বলেছেন।
তাছাড়া আল্লাহ তায়ালা এ পৃথিবীকে সাজানোর জন্য সবুজায়নকে পছন্দ করেছেন। এটা আল্লাহর বড় নেয়ামত।
বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার পেছনে প্রধানত দায়ী বৃক্ষহীনতা। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। মহানবী সা. বৃক্ষের শোভামণ্ডিত সুশোভিত পরিবেশ ভালোবাসতেন। তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন বৃক্ষপ্রেমী। জীবনে বহুসংখ্যক গাছ তিনি নিজ হাতে রোপণ করেছেন। অসংখ্য হাদিসে তিনি বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন তাঁর অনুসারীদের।
পরিবেশের ব্যাপারে রাসূল সা. কতটা রক্ষণশীল ছিলেন এটি একটি হাদিস থেকেই বুঝা যায়। যদি কেয়ামত চলে আসে আর তোমার হাতে একটি গাছ থাকে তাহলে সেটি রোপণ করে দাও। কতটা গুরুত্ব দিলে রাসুল সা. এমন কথা বলতে পারেন।
বৃক্ষরোপণকারী মরে যাওয়ার পরও এর সওয়াব অনবরত পেতে থাকবে।এ জন্য ইসলামে বৃক্ষের পরিচর্যার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়; বরং এর যথাযথ পরিচর্যার মাধ্যমে পুষ্প-পল্লবে বিকশিত হওয়ার সব ব্যবস্থা করতে হবে।
আপনার যত্নে যদি একটি বৃক্ষ ফুলে-ফলে সুশোভিত হয়, পথিক এর ছায়ায় বসে, পশু-পাখি বিশ্রামের সুযোগ পায়, ফুল-ফল খেয়ে উপকৃত হয় এরা সবাই আপনার জন্য দোয়া করবে।
একান্ত প্রয়োজন ছাড়া ইসলাম কাউকে গাছ কেটে ফেলার অনুমতি দেয় না। এক কথায় গাছের ক্ষতি হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডই ইসলাম সমর্থন করে না ।
আজ জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ কতটা অসহায় বোধ করছে। ৩৮-৪১ ডিগ্রি মাত্রায় অসহনীয় গরমে জীবন কঠিন হয়ে যাচ্ছে।
আজ উন্নতি দেশগুলো বলে যে আমরাই নির্ধারণ করি যে কত মাত্রায় কার্বন-ডাই অক্সাইড নি:স্বরণ করবো।
এই জায়গায় আমাদের উচিত নিজেকে দেশকে সমাজকে বাঁচানোর জন্য আমাদের গাছ লাগানো। আজ এ তাপমাত্রা আমাদের হাতের কামাই।
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা শুধু জাহান্নামের আগুন নয়। বরং দুনিয়ার আগুনও হতে পারে।
ইব্রাহিম আ. নিজের দেশের জন্য যেমন দোয়া করেছেন- ‘রব্বিজ আল হাজা বালাদান আ-মিনা। হে আল্লাহ এ শহর কে এ দেশকে আপনি নিরাপদ করেন। ঠিক তেমনই আমাদের দেশের জন্য আমাদের দোয়া করতে হবে, চেষ্ট করতে হবে।
গাছের অনেক উপকারিতা রয়েছে।
বনায়নের ফলে গরম থেকে আমরা রক্ষা পাবো। আর সদকায়ে জারিয়া তো থাকছেই। যতদিন এ গাছ থাকবে এর সাওয়াব পেতে থাকবো আমরা।
তাছাড়া গাছগাছালির উপকারের কোনো শেষ নেই। একটি গাছ বছরে প্রায় ১৩ কেজি কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে। বৃক্ষরোপণকে ইসলামে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে।
যে গাছ লাগাবে এবং তা পরিচর্যা করবে, সে অনবরত সাওয়াব পেতে থাকবে।
গাছ লাগানো ইবাদত। রাসুল সা. নিজে গাছ লাগিয়েছেন সাহাবায়ে কেরামকে লাগাতে বলেছেন।
তাছাড়া আল্লাহ তায়ালা এ পৃথিবীকে সাজানোর জন্য সবুজায়নকে পছন্দ করেছেন। এটা আল্লাহর বড় নেয়ামত।
Post a Comment