কিভাবে একেবারে শূন্য থেকে শুরু করবেন BCS প্রিপারেশন???
যারা অনার্স প্রথম বর্ষে পড়েন কিংবা দ্বিতীয় বর্ষে অথবা তৃতীয়, চতুর্থ বর্ষে পড়েন কিন্তু জানেন না কিভাবে বিসিএস প্রিপারেশন শুরু করবেন। অথবা অনেকই এমন আছেন যে, অনার্স মাস্টার্স শেষ, বিসিএস ক্যাডার হওয়া স্বপ্ন; কিন্তু কিভাবে বিসিএস প্রস্তুতি শুরু করবেন না জানার কারণে। এমনও হয়েছে যে, অনেকে কাছে এই বিষয়ে জানার জন্য কিংবা গাইডলাইন পাওয়ার জন্য গিয়েছেন কিন্তু পান নি অথবা পেলেও তা মন:পূত হয়নি।
আজ আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করতে।
প্রথমেই আপনি "BCS Preliminary Analysis" বইটি পুরোপুরি শেষ করুন ভালোভাবে। সাথে রাখুন বিসিএস প্রিলির যে কোনো একটি প্রশ্নব্যাংক (তবে প্রফেসর'স প্রিলি প্রশ্নব্যাংক বইটিতে ভুলের সংখ্যা তুলনামূলক কম মনে হয়েছে)।
প্রথমেই "BCS Preliminary Analysis" বইটি ও "প্রিলি প্রশ্নব্যাংক" পড়তে বলছি এই জন্য যে-
"BCS Preliminary Analysis" বইটি প্রথমে পড়ে ফেললে অল্প সময়ে BCS প্রিলির গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুততার সাথে শেষ করে ফেলতে পারবেন অনায়াসে। তাহলে আপনার বিসিএস প্রিলি নিয়ে যে ভয়ভীতি আছে তা অনেকাংশে কেটে যাবে এবং বিসিএস সম্পর্কে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।
"BCS Preliminary Analysis" বইটি প্রথমে পড়ে ফেললে অল্প সময়ে BCS প্রিলির গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুততার সাথে শেষ করে ফেলতে পারবেন অনায়াসে। তাহলে আপনার বিসিএস প্রিলি নিয়ে যে ভয়ভীতি আছে তা অনেকাংশে কেটে যাবে এবং বিসিএস সম্পর্কে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে।
বিসিএসের বিগত সালে আসা প্রশ্নগুলো ব্যাখ্যাসহ বুঝে বুঝে ভালোভাবে সমাধান করলে এই ক্ষেত্রে আপনার ২ ধরনের লাভ হবে:
১. বিসিএস প্রিলির প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন পূর্ণাঙ্গ ধারণা পাবেন।
২. বিসিএসে বিগত সাল থেকে হুবহু অনেক প্রশ্ন আসে, অতএব আপনি অনেক প্রশ্ন কমন পাবেন(বিশেষ করে বিজ্ঞান ও ICT অংশে)।
*তবে আপনি যখন প্রশ্ন সমাধান করবে বিশেষভাবে জোর দিবেন ৩৫তম-৩৮তম বিসিএস প্রশ্নের উপর, কেননা এগুলো নতুন সিলেবাসের প্রশ্ন আর এখন এই নতুন সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়।
দ্বিতীয়ত, "BCS Preliminary Analysis" ও "বিসিএস প্রিলি প্রশ্নব্যাংক" এই বই দুটি শেষ করার পর আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোন বিষয়ে দুর্বল বা আপনার কাছে সবচেয়ে কঠিন যে বিষয়টা/ বিষয়গুলো মনে হয় সেই বিষয়গুলোর উপর জোর দিন।
আমি দেখেছি বাংলাদেশের অধিকাংশ চাকরি প্রত্যাশী English এবং Math এ দুর্বল । আবার এর পরের স্থানে আছে বাংলা কিংবা বিজ্ঞানের মতো বিষয়গুলো।
আপনি যদি গণিতে দুর্বল হন আগে গণিতের একটা চার্ট কিনে বেসিক সূত্রগুলো মুখস্থ করে ফেলুন প্রতিদিন ২/৩ টা করে। দৈনিক ২-৩ টার বেশি সূত্র পড়বেন না। কারণ একসাথে বেশি সূত্র পড়লে মনে থাকবে না ভালো করে। যদি এইভাবে পড়েন নিয়মিত, দেখবেন আপনার সব সূত্র মুখস্থ হয়ে গেছে ১-২ মাসের মধ্যে। এর পাশাপাশি দৈনিক রুটিনে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত টেক্সবুকের অংকগুলো করে ফেলুন। যদি কারো হাতে এতো সময় না থাকে আমি বলবো আপনি অন্তত ৮ম শ্রেণি ও ৯ম-১০ম শ্রেণির গণিত বই ২টি শেষ করেন। আর যদি এই ২টি বইও শেষ করার মতো হাতে যথেষ্ট সময় না থাকে তাহলে আপনাকে ৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিত বইটি অবশ্যই শেষ করতে হবে। গণিতে ভালো করার জন্য প্র্যাক্টিসের কোনো বিকল্প নেই। তারপর বিসিএস প্রিলিতে আসা বিগত সালের গণিতে প্রশ্নগুলো সমাধান করে ফেলুন। এরপর MP3 Math/Shahin's Math/Shortcut Math এর যে কোনো একটি বই বুঝে বুঝে করে ফেলুন, দেখবেন আপনার গণিতে ভয় কেটে গেছে। (প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন কিংবা গ্রুপ স্টাডি করুন) আবারো বলছি গণিতে ভালো করতে নিয়মিত ও বেশি বেশি প্র্যাক্টিসের কোনো বিকল্প নেই। এই ভাবে পড়লে বিসিএস রিটেনের ম্যাথের জন্যও আপনাকে বেশি ভাবতে হবে না।
এবার স্টুডেন্টদের জাতীয় সমস্যা ইংলিশের বিষয়ে আলোকপাত করা যাক। ইংলিশের জন্য আমি বলবো, আপনি আগে English এর বেসিক ঠিক করুন। English এর বেসিক ঠিক না হলে কেবল ভাসা ভাসা জ্ঞান দিয়ে চাকরি পরীক্ষার মতো তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করা সম্ভবপর নয়।
এই কথা এই জন্য বলছি যে, ইংলিশের গ্রামার পার্টে সাধারণত হুবহু প্রশ্ন আসে না, নিয়ম থেকে প্রশ্ন আসে। আর ইংলিশে ভালো দখল না থাকলে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই আপনি আর পরীক্ষার হলে ভালোভাবে উত্তর করতে পারবেন না।
আর ইংলিশের বেসিক বলতে মূলত "Parts of Speech", "Tense", "Right form of Verbs", "Subject-Verb-Agreement"-কে বোঝায়। আর "Tense", "Subject-Verb-A
greement" এবং "Right form of Verbs"-এর সাথে সরাসরি যুক্ত Voice Change ও Narration। অর্থাৎ Tense, Subject Verb Agreement ও Right form of Verbs ভালোভাবে না জানলে Voice Change ও Narration কোনোটাই করতে পারবেন না। আর টপিকগুলো "BCS Preliminary Analysis" বইয়ে খুব সহজভাবে, সহজ ভাষায় দেয়া আছে।
greement" এবং "Right form of Verbs"-এর সাথে সরাসরি যুক্ত Voice Change ও Narration। অর্থাৎ Tense, Subject Verb Agreement ও Right form of Verbs ভালোভাবে না জানলে Voice Change ও Narration কোনোটাই করতে পারবেন না। আর টপিকগুলো "BCS Preliminary Analysis" বইয়ে খুব সহজভাবে, সহজ ভাষায় দেয়া আছে।
আপনি "BCS Preliminary Analysis" বইটি শেষ করে "Applied English Grammar and Composition - by P C Das" বইটি পড়তে পারেন বিসিএস প্রিলি সিলেবাস অনুযায়ী।
*এরপর বেসিক পড়া শেষ হলে "English For Competitive" বইটি কিনে প্র্যাক্টিস করা শুরু করে দিন।
মনে রাখবেন আগে বেসিক English Grammar শেষ করতে হবে তারপর প্র্যাক্টিস বুক কিনবেন এবং পড়বেন। আগে বেসিক না জেনে পড়লে ভালো করতে পারবেন না ইংলিশে!
এই বেসিক টপিকগুলোর বাইরে চাকরির পরীক্ষার কমন টপিক Preposition, Phrase & Idioms এবং Vocabulary অবশ্যই পড়তে হবে।
Vocabulary ভালোভাবে মনে রাখতে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে ২টি গণিত সূত্র মুখস্থ করার সাথে সাথে Saifur's Vocabulary থেকে ৫-৬ টি শব্দ মুখস্থ করুন। Vocabulary পড়ার সময় একটু শব্দ করে পড়বেন এবং খাতায় বার বার লিখবেন তাহলে মনে থাকবে বেশি দিন।
তাছাড়া, আপনার হাতে যদি সময় থাকে দৈনিক Daily Star পেপারটি পড়ার অভ্যাস গড়ে তোলুন। Daily English Newspaper পড়লে এটা বিসিএস রিটেনেও ফ্রি-হ্যান্ড রাইটিং ও ট্রান্সলেশনে কাজে দিবে।
English Literature নিয়ে এতো চিন্তার কিছু নেই। ঘুরে ফিরে কয়েকজন ব্যক্তির সাহিত্যকর্ম ও গুরুত্বপূর্ণ English Literature Period এর উপর প্রশ্ন হয়। এছাড়া "Literary Terms" এর ২-৩টা প্রশ্ন থাকে। উপরের সব টপিকই "BCS Preliminary Analysis" বইয়ে আছে। এর জন্য আলাদাভাবে বই কেনে পড়ার দরকার আছে বলে আমি মনে করি না। লিটারেচার বিসিএস রিটেনে কোনো কাজে আসে না, শুধু বিসিএস প্রিলিতে আসে। অন্যসব জব পরীক্ষাতেও খুব একটা আসে না। কিন্তু English Grammar এর পর বিসিএস প্রিলি ও রিটেনে প্রশ্ন থাকে। তাছাড়া অন্যসব জব পরীক্ষাতে তো থাকেই। তাই লিটারের ১৫তে ১৫ নম্বর পাবেন এই আশা বেশি না পড়ে, কমন প্রশ্নগুলো পড়ুন, দেখবেন এমনিতেই ১৫ নাম্বারের মাঝে ১২-১৩ নাম্বার কমন পেয়ে গেছেন। ২-৩টা প্রশ্ন ব্যতিক্রম থাকবেই। আর সেই ২-৩ নাম্বারের পিছনে সময় না দিয়ে গ্রামার অংশে বেশি সময় দিন।
এরপর আসি বিজ্ঞানের কথায়। যারা সাধারণ স্টুডেন্ট, অর্থাৎ SSC /HSC বিজ্ঞান বিভাগে পড়েননি, তাদের মনে বিসিএস প্রিলির বিজ্ঞান নিয়ে কিছুটা ভয় কাজ করে। আমি বলবো এই নিয়ে আতংকিত বা ভয় পাওয়ার কিছু নেই। আমিও SSC ও HSC দুটিতেই মানবিক বিভাগে ছিলাম। বিজ্ঞান নিয়ে আমার সমস্যা হয়নি, আপনারও হবে ইনশাল্লাহ। আপনি বিগত সালের বিজ্ঞানের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়লে ১৫ এর মাঝে ১০-১২ এমনিতে পাবেন। আর যদি আনকমন প্রশ্ন আসেসে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আনকমন প্রশ্ন আসলে আপনি না পড়লে যারা সাইন্স গ্রুপের স্টুডেন্ট তারাও এমন প্রশ্নের উত্তর দিতে পারবে না। যেমনটা আমরা ৩৮তম বিসিএস প্রিলির বেলায় দেখেছি, এই ক্ষেত্রে George's MP3 বিজ্ঞান বইটি আপনাকে সাপোর্ট দিবে।
কম্পিউটার ও ICT তে ভালো করতে Easy Computer বইটি + একাদশ-দ্বাদশ শ্রেণির প্রকৌশলী মুজিবুর রহমান লিখিত বইটি পড়ে ফেললে কম্পিউটার ও ICT নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
*আর অন্যান্য বিষয়ে একটু মনোযোগ দিয়ে পড়লেই ভালো করা যায়।
*আর অন্যান্য বিষয়ে একটু মনোযোগ দিয়ে পড়লেই ভালো করা যায়।
বি.দ্র:
আপনি যেসব বিষয়ে দুর্বল তাতে বেশি জোর দিয়ে পড়লে, তা দ্রুত সমাধান করতে পারবেন। যখন আপনি দেখবেন যে, আপনি আর কোনো বিষয়ে দুর্বল নয়, তখন আপনার মনোবল ও আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। আর মনে রাখবেন বিসিএস হলো মনোবল ও আত্মবিশ্বাসের পরীক্ষা, যার মনোবল ও আত্মবিশ্বাস যত বেশি সে তত দ্রুতই সফল হবে ইনশাআল্লাহ!
আপনি যেসব বিষয়ে দুর্বল তাতে বেশি জোর দিয়ে পড়লে, তা দ্রুত সমাধান করতে পারবেন। যখন আপনি দেখবেন যে, আপনি আর কোনো বিষয়ে দুর্বল নয়, তখন আপনার মনোবল ও আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। আর মনে রাখবেন বিসিএস হলো মনোবল ও আত্মবিশ্বাসের পরীক্ষা, যার মনোবল ও আত্মবিশ্বাস যত বেশি সে তত দ্রুতই সফল হবে ইনশাআল্লাহ!
আরেকটি বিষয় মনে রাখতে হবে, প্রত্যেক মাসে আপডেট থাকার জন্য "মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স" পড়তে হবে।
আর যাদের হাতে সময় কম বা এত বেশি বই পড়তে পারেন না তাদের "BCS Preliminary Analysis" বইটি পড়ে দেখার বিশেষ অনুরোধ রইল।
শুধু "BCS Preliminary Analysis" বইটি + বিসিএস প্রিলি প্রশ্নব্যাংক + আপডেট থাকার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই ইনশাল্লাহ বিসিএস প্রিলি পাশ করতে পারবেন। আর যারা ম্যাথে বেশি দুর্বল তারা Shortcut Math/MP3 Math/Shahin's Math এগুলোর যে কোনো একটি সাথে রাখতে পারেন।
কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে, বেশি বেশি জানার জন্য বেশি বেশি বই পড়ার বিকল্প নেই। কারণ, একেক বইয়ে একেক বৈশিষ্ট্য ও নতুন কিছু শেখা যায়।
সংবাদ, তথ্য এবং ইতিহাস জানার জন্য এখানে আসতে পারেন। hasnat208.wordpress.com/author/hasnatasifkushal/
ReplyDelete