GuidePedia

0
সূর্যাস্তের কিছু পরে পশ্চিম আকাশে সন্ধ্যাতারা আর সূর্যোদয়ের কিছুক্ষণ আগে পূর্ব আকাশে শুকতারা দেখেনি এমন মানুষ পাওয়া বিরল। তবে একটা জিনিস ভেবে দেখেছেন কী?? আমরা সবসময় সন্ধ্যাতারাকে মানে শুক্র গ্রহকে কেন গোধূলির সময় দেখি??? কেন এটা মধ্যরাতে দেখা যায় না??? তাহলে চলুন মজার এই প্রশ্নের উত্তরটা জানা যাক,,,

কিছুূদিন আগে আমরা দ্রাঘন নিয়ে আলোচনা করেছিলাম।যে পৃথিবী-সূর্য রেখা এবং পৃথিবী-গ্রহ রেখার মধ্যেস্থ কোনকে সে গ্রহের দ্রাঘন (Elongation)  বলা হয়। এটাও আলোচনা করেছিলাম যে একটি বর্হিগ্রহের(পৃথিবীর পরের গ্রহগুলো) দ্রাঘন ০° থেকে ১৮০° যেকোন মানের হতে পারে কিন্তু অন্তর্গ্রহের(বুধ ও শুক্র) দ্রাঘন সবসময় ৯০° এর কম হয়। অন্তর্গ্রহের দ্রাঘনের পরিমাণ সবসময় সুক্ষ্মকোণ।সেজন্য একটি বহির্গ্রহকে রাতের আকাশে সবসময় দেখা যেতে পারে। শুক্র গ্রহের সবোচ্চ দ্রাঘন হলো ৪৫° এবং বুধ গ্রহের ২৮°। এ কারণে বুধ সবসময় সূর্যের কাছাকাছি থাকে এবং কদাচিৎ তাকে খালি চোখে দেখা যায় না। কিন্তু শুক্রকে সবসময় খালি চোখে দেখা যায়। শুক্র যখন সূর্যের পশ্চিমে চলে আসে তখন সূর্য অস্ত যাবার পূর্বে তা অস্ত যায় এবং এবং সূর্য উদয় হওয়ার পূর্বে তা আবার উদয় হয়।সেক্ষেত্রে শুক্রকে পূর্ব আকাশে সূর্য উদয়ের কয়েক ঘণ্টা পূর্বে প্রভাত তারা হিসাবে দেখা যায়।

শুক্র যখন সূর্যের পূর্বে চলে আসে তখন সূর্য অস্ত যাবার পর শুক্র গ্রহ অস্ত যায় এবং সূর্য উঠবার পরে উদয় হয়। সেক্ষত্রে সূর্য অস্ত যাওয়ার কয়েক ঘণ্টা পর্যন্ত সন্ধ্যাতারা হিসাবে পশ্চিম আকাশে অবস্থান করে। সেজন্য একটি অন্তর্গ্রহে কেবলমাত্র শুকতারা (Morning star) অথবা সন্ধ্যাতারা (Evening star) হিসাবে দেখা যেতে পারে।

চিত্রে দেখা যাচ্ছে বুধ এবং শুক্র দুটি অন্তর্গ্রহের মধ্যে বুধ গ্রহ সূর্যের এতো নিকটে যে একে খুব অল্পসময়ই সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের আগে দেখা যায়,,কিন্তু তাও আবার মাঝে মাঝে গোধূলি ও ঊষার আলোর ছটায় হারিয়ে যায়। কেবলমাত্র শুক্র গ্রহকে দিগন্তের উপরে সর্বোচ্চ ৪৫° উন্নতিতে সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে দেখা যায়।কিন্তু শুক্র গ্রহও ঠিক অন্তঃসংযোগের পরপরই যখন এটা সূর্যে খুব কাছে,গোধূলির জন্যে মাঝে মাঝে দেখা যায়না। অপরদিকে বহির্গ্রহের দ্রাঘন ০° থেকে ১৮০° বিচরণ করে এ কারণে বহির্গ্রহগুলোকে সারারাত ধরে দেখা যায় কিন্তু অন্তর্গ্রহগুলো সারারাত ধরে মানে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দেখা যায় না।

#gravity

Post a Comment

 
Top