গ্যাংটক আর দারজেলিং
অনেকের ভ্রমণ গল্প পড়েই গ্যাংটক গিয়েছিলাম, হটাৎ করে নতুন একটা জাইগা বাংলাদেশীদের জন্য খুলে দেয়াই ট্রাভেল গ্রুপ গুলতেও যেন রাশি রাশি পোস্ট আসছিলো গ্যাংটক, লাচুং, লাচেন, চাঙ্গু লেক।
আমরা রউনা দিয়েছিলাম কলকাতা থেকে।
(বোনাস- চাঙ্গু লেক ১২ হাজার ফুট উঁচুতে তাই কপাল ভালো থাকলে সেখানে স্নো ফল বেশি পাওয়া যাই, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছিলাম )
১। কলকাতা থেকে রউনা দিলে বিমানে অথবা ট্রেনে অথবা বাসে আগে শিলিগুড়ি যেতে হবে, এর পড়ে সেখানে থেকে গ্যাংটক এর জিপ পাওয়া যাই
২। কলকাতা থেকে শিলিগুড়ি বিমানের টিকেট ২৫০০-৩২০০ টাকা পড়ে যাবার সময় কিন্তু ফেরত আসার সময় টিকেট এর দাম ৫০০০ হাজার এর মতো পড়ে যাই।
৩। সম্ভব হলে ট্রেনের টিকেট আগে কেটে নিতে পারেন, ফেরত আসার দিনের । কারণ যেদিন যাবেন সে দিনের যে ট্রেন ভাড়া সেটা দিয়ে আপনি বিমানেই যেতে পারবেন। তবে বিমানের টাইম মিলিয়ে নিবেন আপনার ট্যুর প্ল্যান এর সাথে কারণ বিকেলের দিকের বিমান হলে আপনাকে শিলিগুড়ি ১ রাত থাকা লাগতে পারে। এইখানে হোটেল খরচ বেশি না
৪। ভুল করেও কেউ গ্যাংটক এর প্যাকেজ শিলিগুড়ি থেকে নিবেন না। ট্রাভেল করলে অভিজ্ঞতা বাড়ে আর এই বার অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে আসছি, পুরোটাই খারাপ অভিজ্ঞতা।
প্যাকেজ ছাড়া আপনারা ঘুরতে পারবেন না, গ্যাংটক থেকে অনেক গুলো এজেন্সির সাথে কথা বলে সব বুঝে শুনে এর পড়ে প্যাকেজ নিবেন
৫। বাংলাদেশিদের জন্য গ্যাংটক এ যাবার যে পারমিশন লাগে এইটা চাইলে শিলিগুড়ি SNT থেকে নিতে পারেন অথবা Rangpo চেক পোস্ট থেকে নিতে পারেন। Rangpo থেকে নেয়াই ভালো, ৫-১৫ মিনিটের মধ্যেই কাজ শেষ হয়ে যাই
৬। গ্রুপ ভাবে গ্যাংটক গিয়ে যদি একেক জন একেক দিনে ব্যাক করেন তবে অবশ্যই সেই পারমিশন এর কপি সবার কাছে রাখবেন
৭। কেউ যদি মনে করেন গ্যাংটক থেকে দারজেলিং আসবেন তাইলে আসতে পারেন- ২৫০ টাকা শেয়ার জিপ এর ভাড়া, ১০ সিটের গাড়ী থেকে, বেশ চাপাচাপি করে বসা লাগে। ঠিক শেয়ারে শিলিগুড়িও যাবে ভাড়া ২৫০ টাকাই
৮। দারজেলিং যেতে চাইলে আগে ভাগেই দারজেলিং যাবেন কারণ গ্যাংটক সিকিম ঘুরে গিয়ে, দারজেলিং তেমন ভালো লাগে নি আমাদের
৯। গ্যাংটক এ MG Marg এ অনেক ট্রাভেল এজেন্সি আছে যাদের থেকে প্যাকেজ নিতে পারবেন। ১০-১৫ কপি ছবি + পাসপোর্ট + ভিসার ফটোকপি নিবেন
১০। হালাল খারাপ পাওয়া একটু কষ্ট, চেষ্টা করবেন খুঁজে দেখার। যখন গ্যাংটক থেকে লাচুং এর জন্য যাবেন ভালো ভাবে বুঝে প্যাকেজ এ কথা বলে নিবেন যে আপনারা হোটেল এ রুম হিটার নিবেন কারণ তাপমাত্রা মাইনাস এ থাকে এইখানে
১১। লাচুং এর সব স্পটে আবার হোটেল এ শীতের পোশাক ভাড়া পাওয়া যাই- ১৫০ রুপি প্রতি পিস এর মনে হয়
১২। প্লাস্টিকের পানির বোতেল সাথে নিতে দিবে না লাচুং এ
১৩। চেষ্টা করবেন গাড়ির ড্রাইভার যেন ভালো হয় নাইলে ট্যুর মাটি হবার জন্য আর কাউকে লাগবে না
সর্বশেষ এ যেখানেই থাকবেন সেখানের মানুষদের সম্মান করবেন, আর পরিবেশ নষ্ট হয় এমন কিছু করবেন না।
Post a Comment