কুকুর পালন সম্পর্কে ইসলামের বিধান কি ?
পাশ্চাত্য সভ্যতায় প্রভাবন্বিতো হয়ে শখের বসে বাড়িতে কুকুর পোষা বৈধ নয়!
(১)-আদম (রহঃ) আবূ তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ- ফিরিশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং ঐ ঘরেও না, যে ঘরে ছবি থাকে। - (সহীহ বুখারি অধ্যায়ঃ পোষাক-পরিচ্ছদ হাদিস নাম্বারঃ ৫৫২৫)।
(২)- ইয়াহ'ইয়া ইবন সুলাইমান (রহঃ) বলেন সালিম রাঃ তাঁর পিতার নিকট হতে বর্ণনা করেনঃ তিনি বলেনঃ- জিবরাঈল (আঃ) নাবী (সাঃ) -কে (সাক্ষাতে)'র ওয়াদা দিয়েছিলেন। (কিন্তু তিনি সময় মত আসেন'নি। নবী (সাঃ) - এর কারণ জিজ্ঞাসা করলেন, তিনি বললেনঃ- আমরা ঐ ঘরে প্রবেশ করি নাঃ যে ঘরে ছবি এবং কুকুর থাকে। - (সহীহ বুখারি অধ্যায়ঃ সৃষ্টির সূচনা হাদিস নাম্বারঃ ৩০০০)।
(৩)- মুসা ইবন ইসমাঈল (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূল (সাঃ) বলেছেনঃ- ‘যে ব্যাক্তি কুকুর রাখবে; প্রতিদিন তার আমল নামা থেকে এক ক্বীরাত করে সাওয়াব কমতে থাকবে। তবে কৃষি খামার অথবা পশুর পাল রক্ষার কাজে নিয়োজিতঃ শিকারী কুকুর এর ব্যতীক্রম। - (সহীহ বুখারি অধ্যায়ঃ সৃষ্টির সূচনা হাদিস নাম্বারঃ ৩০৯০)।
(৪)- মূসা ইবন ইসমাঈল (রহঃ) ইবন উমর (রাঃ) নবী (সাঃ) -কে বলতে শুনেছেন; তিনি বলতেনঃ- যে ব্যাক্তি এমন কুকুর পালন করেঃ যেটি পশু রক্ষার জন্যও নয় কিংবা শিকারের জন্যও নয়। তার আমল থেকে প্রত্যহ দুই কীরাত পরিমাণ হ্রাস পাবে। - (সহীহ বুখারি অধ্যায়ঃ যবাহ করা, শিকার করা হাদিস নাম্বারঃ ৫০৮৫)।
(৫)- আব্দুল্লাহ ইবন মাসলামা (রহঃ) আদী ইবন হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (সাঃ) কে জিজ্ঞাসা করলাম। আমি আমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর (শিকারের জন্য) ছেড়ে দেই। নবী (সাঃ)) বললেনঃ- যখন তুমি আল্লাহর নাম উচ্চারণ করেঃ তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো ছেড়ে দেবে এবং যদি সে কোন শিকার ধরে আনেঃ তাহলে তা খেতে পার। আর যদি ধারাল তীর নিক্ষেপ কর এবং এতে যদি শিকারের দেহ ফেড়ে দেয়, তবে তা খেতে পার। - (সহীহ বুখারি অধ্যায়ঃ তাওহীদ প্রসঙ্গ হাদিস নাম্বারঃ ৬৮৯৩)।
(৬) - আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ (রহঃ) আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত নবী (সাঃ) কুকুরের মূল্য, যিনাকারিনার মজুরী ও গণকের পারিশ্রমিক দিতে নিষেধ করেছেন।(সহীহ বুখারি অধ্যায়ঃ চিকিৎসা হাদিস নাম্বারঃ ৫৩৪৯)
(৭) - আবদুল্লাহ ইবন ইউসুফ (রহঃ) আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। - (সহীহ বুখারি অধ্যায়ঃ সৃষ্টির সূচনা হাদিস নাম্বারঃ ৩০৮৯)।
বলা বাহুল্যঃ- শিকারের জন্য, পাহাড়ার জন্য অথবা অপরাধী ধরার জন্যঃ নির্দিষ্ট জায়গায় রেখে কুকুর পোষা বৈধ। - (ইবনে উসাইমিন)।
Please visit my profile
ReplyDelete