GuidePedia

0

Food Review

Place : মজিদ ভাইয়ের হোটেল, আওড়াখালী, গাজীপুর

Address : টংগী স্টেশন রোড > কাপাসিয়া মোড় > আওড়াখালী বাজার.
GPS : 24.017769, 90.531094 (Google IT "Awrakhali Market Mouth Watering River's & Lake Fish Fry" )

Item : ভাজা মাছ আর ভাত  (গুতুম, বেলে, টেংরা, মলা, কাছকি, শিং, পুঁটি পোয়া, কই, বাইন আরো ছিল, নাম জানি নাহ, মনে ও রাখতে পারি নাই :P )

Rating : ৮/১০ (মতামত টা আমার ব্যক্তিগত, জিহ্বা ভেদে taste আলাদা হতেই পারে, {১-৪ খাবারই হয়নাই} {৫-৭ নরমাল} {৮-১০ ভালো})

Price : আমরা দুই বন্ধু খেয়ে ৫০০ টাকা বিল দিয়েছি (NO VAT :P )
মুলত গ্রুপের পোষ্ট দেখেই হোটেলটায় খেতে যাওয়া, তাছাড়া ঐ এলাকা টা আগে থেকেই চিনতাম... আমার মতে ওখানে খেতে গিয়ে যতো ভালো লাগবে, ঘুরতে গেলে ভালো লাগবে আরো বেশি।
আপনি যদি কোনো রকম হিসাব ছাড়া, পেট, চোখ, মুখ ভরে শুধুই মাছ খেতে চান.. তাহলে চলে যান অই হোটেল এ। 

কি ভাবছেন? পেট ভরে মাছ বুঝলাম কিন্তু চোখ আর মুখ ভরে আবার মাছ খায় কেম্নে?? একসাথে এতো মাছ একসাথে ভাজা অবস্থায় আমি এর আগে দেখি নি... আর হা একদম হাত ভরতি করে মাছ নিয়ে মুখে নিয়ে চকাম চকাম করে চিবিয়ে খেয়ে এসেছি কমছে কম ১২-১৪ রকমের মাছ | এলাকা টাই বিল দিয়ে ভরা নিচু এলাকা, প্রচুর মাছ পাওয়া যায় ওখানে.

এবার আসল কথায় আসি। মুলত মজিদ ভাই হোটেল এর মালিক এবং উনার ছেলেরা এর দেখা শুনা করেন। তারা খুব ভালো করেই জানেন যে আপনি অনেক দূর থেকে মাছ খেতে গেছেন ওখানে, তাই খুব ভালো করে আপ্যায়ন করার চেষ্টা করেন। মনে হয় কোনো পরিচিত বাসায়, দাওয়াত খেতে আসছি।
গ্রামের বাজার, সেই তুলনায় হোটেল টা বেশ ভালো। হোটেল এর পাশে মাটির চুলায়, বিশাল বড় তাওয়াতে একের পর এক মাছ ভাজা হচ্ছে। সাথে পিয়াজ, মরিচ আর অল্প কিছু টমেটো।

ভাত গুলো বেশী মোটা নাহ আবার একদম চিকন ও নাহ, অনেক খাওয়া যায়। তবে এখানে খেতে গেলে অবশ্যই ভাত কম খাবেন কারন আপনি মুলত মাছ খেতে গিয়েছেন।

প্লেট এর মাছ শেষ হবার আগেই, একদম চুলা থেকে লাফিয়ে লাফিয়ে মাছ এসে আপনার প্লেট এ এসে পরবে, I mean আপনাকে মাছ দিয়ে যাওয়া হবে।





খাওয়া শেষ হলে উনারা দুধ আর কাঠাল খেতে দেন। আমরা একদম শেষ customer ছিলাম তাই দুধ শেষ হয়ে গিয়েছিল। কাঠাল খাওয়ার মত জায়গা পেট এ ছিল না বলে তারা একদম আস্তা কাঠাল তাই আমাদের দিয়ে দিল
কিভাবে যাবেন?

 টংগি স্টেশন রোড থেকে কালিগঞ্জ এর বাস ও লেগুনা ছেড়ে যায়। কাপাসিয়া মোড় এ নামবেন। ৩০ টাকা ভাড়া। লেগুনায় যাবেন কারন এই রাস্তার জ্যাম এর কোন ঠিক নাই, এমনিতে ৪৫ মিনিট লাগে কিন্তু জ্যাম এ পরলে ৪ ঘন্টা ৫০ মিনিট ও লেগে যেতে পারে। কাপাসিয়া মোড় এ নামলে, হাতের বাম দিকে একটাই রাস্তা, এখান থেকে সোজা আওড়াখালির সিএনজি ও অটো ছাড়ে। ২৫ টাকা ভাড়া। 

এই রাস্তাটা ভাই....... আমার দেখা অন্যতম সুন্দর রাস্তা। কোন রকম ঝাক্কি ছাড়া ৮ কিলো নতুন রাস্তা, দুই পাশে শুধু ধানের খেত, পুকুর আর বিল। একদম অজপাড়া গায়ে যেন রংপুর - সিরাজগঞ্জ হাইওয়ে
আসার সময় চাইলে ট্রেন এ আসতে পারেন, কাপাসিয়া মোড় এ থেকে একটু সামনের দিকেই আড়িখলা রেল স্টেশন। বিকাল ৫-৬ টার মদ্ধে ঢাকা আসার ট্রেন আছে।

আবারো বলি, এই রাস্তার জ্যাম যদি লাগে, অনেক টাইম লেগে যেতে পারে হোটেল এ যেতে। বেশি মানুষ গেলে আগে কল দিয়ে যাবেন, কারন ছুটির দিন এ ভীড় থাকতে পারে।
আফজাল - 01710105149
ওই এলাকায় দুধ এর দাম ৩০-৩৫ টাকা লিটার, ২০০ টাকার কাঠাল ওখানে ৩০ টাকা, মাছের দাম ওখানে চায়ের চেয়ে সস্তা, তাই সম্ভব হলে আগে দাম বলে নিলেন|

Dont drink water after eating fish because the water may cause the fish to swim & then you will feel gulugulu gulugulu in your stomach - Sarcasm ;)

জীবন সুন্দর যখন তুমি জানো যে হাল্কা মোটা চাউলের ভাত আর ঘন ঝোল ডাল এর চাপে তলায় পরে থাকা ওই মাছ গুলো আর তোমাকে কামড় দিবে নাহ


Post a Comment

 
Top