GuidePedia

0
🔥আপনার গাড়িতে দূষিত অক্টেন ঢেলে গাড়িকে নষ্ট করে ফেলছেন না তো ?
আমাদের দেশের প্রায় সকল ফুয়েল স্টেশনের অক্টেন দূষিত অর্থাৎ ভেজাল মিশ্রিত । আর এই ভেজাল মিশ্রিত অক্টেনের কারণে আমাদের দেশের গাড়ী গুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং আমরা একুরেট পারফরমেন্সটা পাইনা।

একটা উদাহরন দিয়ে বুঝানোর চেষ্টা করি।ধরুন আপনি যদি বাসি নষ্ট খাবার খান আপনার শরীর কি ঠিক থাকবে??আপনি অসুস্থ হয়ে যাবেন ।
ঠিক তেমনি একট গাড়ির জন্য ভালো অক্টেন হলো তার জন্য ভালো খাবার ।

মানুষ যেমন নষ্ট খাবার খেলে অসুস্থ হয়ে যায় ঠিক গাড়ীও নষ্ট তেল খেলে খারাপ হয়ে যাবে।

🔺তাই গাড়িকে ভালো রাখার জন্য যা করতে হবেঃ

ভালো অক্টেন নিতে হবে। এখন প্রশ্ন হলো ভালো ফুয়েল তো সব জায়গায় নেই। হ্যা তার জন্য উপায় আছে আমাদের কাছে । আমরা অনেকে অক্টেন বুস্টারের নাম শুনেছি আর যারা শুনেন নি তাদের জন্য বলছি।

 অক্টেন বুস্টার হলো এমন একটি তেল যা আপনার গাড়িতে থাকা দূষিত অক্টেনকে ফিল্টারিং করবে ।ফলে আপনার গাড়ীকে রক্ষা করবে ক্ষতির হাত থেকে। 


🔺 অক্টেন বুস্টার ব্যবহারের ফলেঃ

১। গাড়ির অক্টেনকে অধিক পরিমানে পরিশোধন করবে ।

২। আগের তুলনায় গাড়ির মাইলেজ বেশি পাবেন।

৩। ইঞ্জিনে থাকা ধাতুকে জারন ক্রিয়া ঘটতে দেয়না অর্থাৎ রাসায়নিক জারন প্রতিরোধী করে। ফলে ইঞ্জিনের সকল কিছু ভালো থাকবে।

🔺 অক্টেন বুস্টার যেভাবে ব্যবহার করবেনঃ

প্রথমে আপনার গাড়ির ফুয়েল ট্যাংক অক্টেন দ্বারা পূর্ন করুন। তারপর অক্টেন বুস্টার আপনার গাড়ির ফুয়েল ট্যাংকে ঢেলে দিন।

Post a Comment

 
Top