GuidePedia

0
শীতের সময়ে গাড়ি চালান আরামে

❄️ আমরা এখন মোটামোটি ভালোই শীত তথা ঠান্ডা উপভোগ করছি☃️। এই শীতের সময় গাড়ি চালাতে হয় বেশ সাবধানে🔺। সব সময় গাড়ি চালানো আর শীতের সময় গাড়ি চালানো এক বিষয় নয়☢️। তাই শীতের সময় গাড়ির চালানোর জন্য কিছু ড্রাইভিং টিপস আপনাদের সাথে আলোচনা করবো⬇️।

1️⃣ শীতের সময় কুয়াশার কারনে দৃষ্টিসীমা অনেক কমে আসে তাই নিরাপদে গাড়ি চালানোর জন্য ফগ লাইট ব্যবহার করুন এবং হ্লুদ আলোর ফগ লাইট বেশ উপকারী এবং গাড়ির হেড লাইট লো বিম এ রেখে গাড়ি চালান।

2️⃣ শীতের কুয়াশায় নিজের অবস্থান সম্পর্কে অন্য যানবাহনকে জানানোর জন্য ইন্ডিকেটর লাইট ও পার্কিং লাইট যথাযথ ব্যবহার করুন। এবং প্রয়োজন অনুযায়ী হর্ন ব্যবহার করুন।

3️⃣ উইন্ড শিল্ড কুয়াশার পানিতে ঘোলা হয়ে গেলে উইন্ডশিল্ড হিটার ব্যবহার করুন, যদি হিটার না থাকে তাহলে ওয়াইপার ব্যবহার করুন এবং ভেতর দিক থেকে টাওয়াল দিয়ে মুছে ফেলুন।

4️⃣ গাড়ির ভিতরে তাপমাত্রা গরম রাখতে এ/সি'র তাপমাত্রা বাড়িয়ে দিন এবং ফ্যান মোডে দিন তাহলে গাড়ির ভিতরে গরম বাতাস প্রবাহিত হবে এবং আপনি আরাম অনুভব করবেন।

5️⃣ বেশ কিছু গাড়িতে স্টিয়ারিং হিটার ও সিট হিটার অপশন থাকে। অনেকে অজ্ঞতার কারনে শ্রী হিটার গুলো ব্যবহার করে না। তাই আপনার গাড়িতে হিটার অপশন আছে নাকি তা চেক করুন এবং যদি থাকে তাহলে ব্যবহার করুন।

6️⃣ শীতের সময় গাড়ির ইঞ্জিন বেশ ঠান্ডা থাকে তাই গাড়ি স্টার্ট হতে সমস্যা দেখা দেয় তাই যারা CNG/LPG তে গাড়ি চালান তারা গাড়ি Octane এ স্টার্ট করে ২/৩ মিনিট নিউট্রাল অবস্থায় রেখে দিন যেনো ইঞ্জিন তার প্রয়োজনীয় তাপমাত্রায় পৌঁছাতে পারে। এবং যদি ব্যাটারী দুর্বল থাকে তাহলে ব্যাটারী পরিবর্তন করে নিন।

Post a Comment

 
Top