গাড়ি স্টার্ট না হলে কি কি চেক করবেন??
১। সর্ব প্রথম দেখবেন ক্লাস্টার মিটার বা ডিসপ্লেতে কোনো Warning সাইন আছে কিনা।
২।গাড়িতে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল আছে কিনা তা চেক করুন।
৩। ইঞ্জিন হুডটি খুলে সবকিছুর উপর একবার নজর দিয়ে দেখবেন সব সংযোগ ঠিক আছে কিনা।
৪।ফিউজ বক্স খুলে সবগুলো ফিউজ ভালোভাবে লাগানো আছে কিনা চেক করুন।
৫।প্রয়োজনে রিলে টি খুলে আবার লাগান।
৬। যদি ব্যাটারির ডাউন হয়ে যায় তবে জাম্প স্টার্ট দিতে হবে। বর্তমানে কিছু পাওয়ার ব্যাংক পাওয়া যায় তা কিনে গাড়িতে রাখতে পারেন।
৭। যেসব গাড়িতে সেল্ফ স্টার্টার আছে সেটির উপর গাড়িতে থাকা হুইল লিভার দিয়ে হালকা বাড়ি দিয়ে দেখতে পারেন। প্রধানত শীতকালে সেল্ফ স্টার্টার বসে যায় বা অনেক দিন গাড়ি স্টার্ট না দিলে হয়।
৮। সর্বদা গাড়ির চেক-আপ করুন যাতে রাস্তায় আপনাকে সমস্যার সম্মুখীন না হতে হয়।
Post a Comment