⭕গাড়ির বার্ষিক চেক-আপ✅✅
একটা গাড়ির প্রতি বছর নির্দিষ্ট কিছু বিষয় চেক করে তা মেরামত অথবা পরিবর্তন করতে হয় ফলে গাড়ি থেকে সব সময় ভালো পার্ফরমেন্স পাওয়া সম্ভব।
১/ ব্রেক সিস্টেমঃ গাড়ির ফুল ব্রেক সিস্টেম সার্ভিসিং করাতে হবে। প্রয়োজন হলে ব্রেক প্যাড ও ব্রেক সু চেঞ্জ করতে হবে। এমনকি দরকার হলে ব্রেক ডিস্ক ও ব্রেক ড্রাম ও চেঞ্জ করতে হবে। ব্রেক ফ্লুইডের অবস্থা দেখতে হবে দরকার হলে সম্পূর্ন ব্রেক ফ্লুইড ড্রেন দিয়ে নতুন ফ্লুইড দিতে হবে।
২/ ইঞ্জিন এরিয়াঃ ইঞ্জিন লুব অয়েল ও ফিল্টার চেঞ্জ করতে হবে। ইঞ্জিনের কোথাও লিক আছে নাকি তা চেক করতে হবে। দরকার হলে ইঞ্জিনের ভারী কাজ করিয়ে নিতে হবে। ইঞ্জিনের সাথে কানেকটেড বেল্ট গুলোর টেনশন চেক করতে হবে প্রয়োজনে পরিবর্তন করতে হবে। ইঞ্জিন বে সম্পূর্ন ডিগ্রিজার দিয়ে ক্লিন করতে হবে।
৩/ হুইল সিস্টেমঃ গাড়ির চাকার অবস্থা দেখে তা পরিবর্তন করতে হবে। হুইল ব্যালেন্সিং ও হুইল এলাইনমেন্ট ঠিক করাতে হবে কম্পিউটারাইজড ভাবে। এবং সম্ভব হলে হুইল সিস্টেমের অংশ গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।
৪/ ইলেকট্রিকালঃ গাড়ির ওয়ারিং সিস্টেম ও লাইটিং সিস্টেম চেক করতে হবে। কোথাও সমস্যা হলে চেঞ্জ করতে হবে। ওয়ারে কাটা-ছেড়া করা যাবে নাহ।
৫/ ইন্টেরিয়র ক্লিনিংঃ গাড়ির এক্সটেরিয়র ভালোভাবে ক্লিন করা হলেও গাড়ির ভিতরের অংশ ভালোভাবে অতোটা ক্লিন করা হয় নাহ তাই গাড়ির ইন্টেরিয়র ভালো ভাবে ক্লিন করাতে হবে।
৬/ সব লুবরিক্যান্ট চেক করাঃ ব্রেক ফ্লুইড, ট্রান্সমিশন ফ্লুইড, স্টিয়ারিং ফ্লুইড, ডিফারেন্সিয়াল ফ্লুইড, ওয়াশার ফ্লুইড ইত্যাদি সব ফ্লুইড চেক করে তার অবস্থা দেখে প্রয়োজনে পরিবর্তন করে নিতে হবে।
এছাড়াও চাইলে গাড়ির ডেকোরেশন এর কাজও করাতে পারেন। তবে গাড়ির ভালো পার্ফরমেন্স পেতে চাইলে ভালো মানের স্পেয়ার পার্টস ব্যবহার করুন
Post a Comment