GuidePedia

0
অক্টেন নাকি পেট্রোল ❓
আমাদের অনেকের মধ্যেই প্রায় সময় একটি প্রশ্ন আসে আচ্ছা অক্টেন আর পেট্রোল কি একই নাকি ভিন্ন❓

এটির উত্তর হলঃ 

অক্টেন এবং পেট্রোল ২ টির নাম আলাদা হলেও এদের প্রধান উপাদান রাসায়নিক গঠন (C8H18) একই অর্থাৎ বলতে পারেন এই ২টি একই ধরনের তরল পদার্থ। 

তাহলে ২টির আলাদা নাম কেনো ❓

মূলত এদেরকে ভিন্ন করার এক মাত্র কারন হলো এদের কোয়ালিটি অনুযায়ী ।

RON (Research Octane Number)  ।  কারণে  এদেরকে ভিন্ন নামে ডাকা হয়।

ইন্টারন্যাশনালি এদেরকে গ্যাসোলিন/অক্টেন/পেট্রোল নামেও ডাকা হয়। RON বেশি হবে সেই ফুয়েল তত বেশি ভালো আর তাই আমাদের দেশের অক্টেনের RON বেশি হওয়ার কারণে আমরা বেশিরভাগ অক্টেন ব্যবহার করে থাকি।আমাদের দেশের অক্টেনের RON  প্রায় ৮৫-৮৭ হয়ে থাকে অন্যদিকে পেট্রোলের RON ৮০-৮৫ হয় ।তাই আমরা অক্টেন ব্যবহার করি।

✅This blog is the property of Pavel

Post a Comment

 
Top