‼️আপনার গাড়ির স্টিয়ারিং কাপছে??‼️
কি কি কারণে গাড়ির স্টিয়ারিং কাপতে পারে-
১.হুইল এলাইনমেন্ট ঠিক না থাকলে।
২.টায়ারের কিছু অংশ যদি ফুলে যায়। অর্থাৎ কিছুটা টিউমারের মতো।
৩.ডিস্ক / ড্রাম বাঁকা থাকলে (ওয়ার্কশপে বলে টাল থাকলে)।
৪.সিভি জয়েন্টের সমস্যা হলে।
৫.স্টিয়ারিং র্যাক খারাপ হলে বা র্যাকে থাকা বুশগুলো ছিড়ে গেলে।
৬.এক্সেলের বিয়ারিং নষ্ট হলে বা এক্সেল খারাপ হলে।
৭.চাকা যদি ভালো করে না লাগানো হয়।
৮.সাসপেনশন খারাপ হলে।
৯.গিয়ার বক্স/ইঞ্জিন মাউন্টিং ছিড়ে গেলেও গাড়ি কাপতে পারে।
১০.এছাড়া বিভিন্ন বুশ থাকে সেগুলো ছিড়ে গেলেও গাড়ি কাপতে পারে।
মোটামুটি এসব কমন সমস্যার কারনে স্টিয়ারিং কাপতে পারে।
Post a Comment