GuidePedia

0
গাড়ির যত্নে প্রয়োজনীয় টিপস!
বর্তমানে গাড়ি আর কোনো আভিজাত্যের বস্তু হয়ে নেই, এটি এখন একটি প্রয়োজনীয় দরকার হয়ে দাঁড়িয়েছে।
দিনদিন পাবলিক ট্রান্সপোর্ট থেকে মানুষের দৃষ্টি পড়ছে প্রাইভেট কার অথবা বাইকে, ঘরে ঘরে বাড়ছে গাড়ির চাহিদা, ফলে প্রতিদিনই রাস্তায় নামছে শত শত নতুন গাড়ি।
বিজ্ঞানের এই আবিষ্কারের প্রয়োজন এবং চাহিদা আজীবন থাকবেই।
যতদিন গাড়ি থাকবে ততদিনই এর সাথে থাকবে বিভিন্ন টেকনিক্যাল সমস্যা। তাই এ সমস্যাগুলো এড়িয়ে আপনার গাড়ি থেকে বেস্ট সার্ভিস পেতে গাড়ির নিয়মিত যত্ন নেওয়া একান্তই আবশ্যক।
নিয়মিত গাড়ির রক্ষনাবেক্ষন এবং যত্ন নিলে বাড়বে গাড়ির আয়ু, একই সাথে কমে যাবে ভবিষ্যতে গাড়ির বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ার সুযোগ।
ফলে অনেক অতিরিক্ত খরচ থেকে বেঁচে যাবেন গাড়ির মালিক। তাই গাড়ি সম্পর্কিত কিছু টিপস জেনে রাখা ভালো যেন গাড়িকে সুস্থ রাখা যায়।

ইঞ্জিনের তেল নিয়মিত বদলান

ইঞ্জিন সুস্থ থাকে তেলের উপর নির্ভর করে। আর তাই আপনার ইঞ্জিনকে সচল রাখতে প্রতি ৩ মাস অন্তর অথবা ৩০০০ মাইল চালানোর পর গাড়ির তেল বদলাতে হবে।
কিন্তু কখনও কখনও এর বাইরেও কিছু কাজ করতে হয়। ঢাকা শহরের ধুলোবালিতে এবং জ্যামের মধ্যে চলা সব গাড়ির অবস্থায় অনেক নাজেহাল হয়ে যায়, তাই তেল স্বাভাবিক এর থেকে একটু বেশিবার বদলাতে হবে।
তেলের পাশাপাশি এর ফিল্টার, স্পার্ক প্লাগ এবং স্পার্ক প্লাগ ওয়্যার বদলানোর কাজটাও করতে হবে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর।

Post a Comment

 
Top