স্টিয়ারিং সিস্টেম‼
⭕আমরা আমাদের আজকে ব্লগে বলবো স্টিয়ারিং সিস্টেম সম্পর্কে। স্টিয়ারিং সিস্টেম সাধারনত ৩ ধরনের, ১/ ম্যানুয়াল, ২/ হাইড্রলিক, ৩/ ইলেকট্রিক।
1️⃣ ম্যানুয়াল: যেই বাহনের স্টিয়ারিং সিস্টেম সম্পুর্ন ভাবে মানুষের পেশি শক্তি দ্বারা পরিচালিত হয় সেই স্টিয়ারিং সিস্টেম হলো ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেম। কারন কোনো ধরনের কোনো বাহ্যিক শক্তি এই স্টিয়ারিং সিস্টেমে ব্যবহার হয় না। যেমনঃ মটরসাইকেল।
2️⃣ হাইড্রলিক: যেই স্টিয়ারিং সিস্টেমে বাতাস অথবা তেল কে চাপ প্রয়োগ করে এর শক্তিকে কাজে লাগিয়ে গাড়ি স্টিয়ার করা হয় তাকে হাইড্রলিক স্টিয়ারিং সিস্টেম বলে। এই সিস্টেমে সাধারণত গাড়ির মধ্যে একটি মটরের শক্তির সাহায্যে তেল/বাতাস এর শক্তিকে স্টিয়ারিং সিস্টেম এর কাজে লাগানো হয়। যেমনঃ ট্রাক।
3️⃣ ইলেক্ট্রিক: যেই সিস্টেমে স্টিয়ারিং সম্পূর্ণ ইলেকট্রিক মটরের সাহাজ্যে কাজ করে সেই সিস্টেম হলো ইলেকট্রিক স্টিয়ারিং সিস্টেম। এই সিস্টেমে স্টিয়ারিং রেক এর সাথে কানেকটেড মটর স্টিয়ারিং এর সব কাজ করে দেয়। যেমন: ৪ চাকার নতুন মডেলের প্যাসেঞ্জার গাড়ি।
Post a Comment