সামান্য হলেও অসামান্য এর কাজ , অবিশ্বাস করার মতোই আজকের এই পোষ্ট
Part - 3 #HYDROGEN_PEROXIDE 6%
বহু দিন ধরে শুনে আসছিলাম গাছে Hydrogen peroxide ব্যবহার করা যায় তবে যখন প্রয়োজনের দরকার ঠিক তখনই ব্যবহার করতে হবে ।
Hydrogen peroxide যার বিজ্ঞান ভিত্তিক নাম H2O2 মানে ২ভাগ হাইড্রোজেন ২ ভাগ অক্সিজেন । তাহলে গাছের দরকার কি অক্সিজেনের ? গাছের জল দরকার পড়ে জানি কিন্তু অক্সিজেন ...... । গাছ তো আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাই অক্সাইড নিয়ে , সবাই আমাকে মাথা খারাপ হয়ে গেছে মনে করতেই পারেন আর এটাই স্বাভাবিক বিষয় । যেকোন মানুষ বলতে পারেন অশিক্ষিত , পড়াশোনা জানে না । জ্ঞান বলতে কিছু নেই । গাছের অক্সিজেনের দরকার বলছে ইত্যাদি ইত্যাদি ...............
হ্যাঁ, সবাইকে আশ্বস্ত করে জোর গলায় বলছি , মৃতপ্রায় গাছের তখন বাঁচার জন্য সামান্য অক্সিজেনের দরকার পড়ে বৈ কি । এই Hydrogen peroxide 6% আমি নিজে ব্যবহার করেছি , মৃতপ্রায় গাছকে বাঁচাতে সক্ষম হয়েছি তার প্রমান ছবি সহ দিলাম ।
আমি একসঙ্গে কলমের তিনটে জবা গাছ কিনেছিলাম এক পথ চলতি গাছ বিক্রেতার কাছ থেকে , তার ছবি ও পোষ্ট করেছিলাম। কিন্তু দেখলাম , কিছুক্ষন পর থেকেই গাছগুলো ঝিমোতে শুরু করেছে । ভাবলাম বোধহয় ঠকে গেছি । পর পর তিনদিন পর ঐ গাছ গুলোর অবস্থা আরও খারাপ হয়ে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ে । মনটা খুব খারাপ হয়ে যায় । আমি ধরেই নিয়েছিলাম বাঁচাতে পারবো না। চার দিনের মাথায় মন শক্ত করে বিকেল বেলায় HYDROGEN PEROXIDE 6% 2ml এক লিটার জলে ভালো করে মিশিয়ে স্প্রে করি গাছ গুলোতে আর বাকি জলটা পটে ঢেলে দিই ধীরে ধীরে । কিন্তু অবিশ্বাস্য ঘটনা, পরদিন সকালে দেখি গাছের সামান্য পরিবর্তন হয়েছে এবং সময় যতো যেতে থাকে গাছ গুলো প্রান ফিরে পাচ্ছে দেখে মনের মধ্যে এই নিয়ে লেখার অনুভব করি।
কতোটা পরিমান কখন ব্যবহার করবেন ?
Hydrogen peroxide 6% নিয়ে এই পোষ্টটা কতজন বিশ্বাস করবেন জানি না তবে কোন গাছ কোন কারনে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় সব কিছু করার পর ও আমার অনুরোধ 🙏 একবার এই Hydrogen peroxide 6% , ২ ml এক লিটার জলে ভালো করে মিশিয়ে হালকা করে গাছটাকে স্নান করিয়ে একটু জল মাটিতে ধীরে ধীরে ঢেলে দেবেন আর কয়েকদিনের জন্য গাছকে ছায়াযুক্ত জায়গায় রাখুন , দেখবেন মিরাক্কেল হয়ে গেছে ।
কোথায় পাবেন ?
যেকোন ওষুধের দোকানে পাবেন তবে এর % ৩ , ৬ , ৯ , ১২ পর্যন্ত হয় আবার অনেক সময় VOL লেখা থাকে । Vol লেখা থাকলে 20 vol নেবেন নয়তো 6% নেবেন । সাধারনত 6% হিসাবে বিক্রি হয় ।
তবে একটা বিশেষ কথা , এটা অন্ধকার যুক্ত জায়গায় রাখবেন আর বিশেষ করে ঘরের বাচ্চাদের ও পোষ্য থেকে সাবধানে রাখবেন।
কখনোই সুস্থ গাছে প্রয়োগ করবেন না 🙏 হঠাৎ সুস্থ গাছ সব ঠিকঠাক থাকার পর ও যদি ক্রমশ দেখেন ঝিমিয়ে পড়েছে তাহলে এটা ব্যবহার করতে পারেন , মিরাক্কেল হয়ে যাবে ।
শেষে একটা কথা বলি , গাছ যদি শিখরে কোন কারনে পচন জনিত কারনে মারা যেতে বসেছে দেখেন তাহলে সঙ্গে সঙ্গে গাছ তুলে নিয়ে গোড়া থেকে পুরো মাটি ভালো করে ধুয়ে নিয়ে নতুন জায়গায় সাধারন মাটিতে বসিয়ে হাইড্রোজেন পার অক্সাইড ৬% ব্যবহার করে দেখতে পারেন । গাছটা নতুন প্রান ফিরে পেতে পারে ।
আমার এক অভিজ্ঞতা আপনাদের সামনে হাজির করলাম , যদি কারুর উপকারে আসে তাহলে আমার এই লেখা সার্থক হবে 🙏
সবাই ভালো থাকবেন ধন্যবাদ 🙏🙏🙏🙏
Post a Comment