GuidePedia

0
বাংলাদেশের শীর্ষ ১০ ধনী ক্রিকেটার কারা এবং তাদের আর্থিক সম্পত্তির পরিমাণ কত? ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্রেকারের প্রতিবেদনের প্রেক্ষিতে এই সম্পত্তির পরিমাণ জানানো হচ্ছে।
মুমিনুল হক

বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন এই তালিকার ১০ নম্বরে। বাংলাদেশের পক্ষে কেবল টেস্ট ফরম্যাট খেলা মুমিনুলের মোট সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকারও বেশি।

রুবেল হোসেন

বাংলাদেশের গতি তারকা রুবেল হোসেন আছেন এই তালিকার ৯ নম্বরে। একসময়ে বাংলাদেশ দলের নিয়মিত এই তারকা ক্রিকেটারের সম্পত্তিও ৩০ কোটি টাকার বেশি। চলতি বছরের সেপ্টেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

তাসকিন আহমেদ

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ। মাঠের ক্রিকেটে বর্তমানে আছেন দুর্দান্ত ফর্মে। মাঠের বাইরেও এই ক্রিকেটারের চাহিদা বেশ। যার ফলে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবেও তাসকিনের চাহিদা এখন তুঙ্গে। এই ক্রিকেটার আছেন টাইগারদের ধনী ক্রিকেটারের তালিকায় ৮ নম্বরে।

তাসকিনের বর্তমান সম্পত্তির পরিমাণ ৪৬ কোটি টাকারও বেশি। এই তালিকায় দ্রুতই ওপরে ওঠার সুযোগ রয়েছে এই টাইগার ক্রিকেটারের।

মাহমুদউল্লাহ রিয়াদ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে জায়গা হারানো মাহমুদউল্লাহ রিয়াদ এই তালিকায় আছেন ৭ নম্বরে। বাংলাদেশের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়কের রয়েছে ৭১ কোটি টাকারও বেশি। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ রিয়াদের দখলে দামি সব গাড়িও রয়েছে।

মুস্তাফিজুর রহমান

বাংলাদেশ ক্রিকেটারের সবচেয়ে প্রতিভাবান পেসার মুস্তাফিজ আছেন এই তালিকার ৬ নম্বরে। আইপিএল খেলা এই বাংলাদেশি ক্রিকেটারের সম্পত্তির মূল্যমান এক শ’ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে যা ১৩১ কোটি টাকার বেশি।

লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে ধারণা করা হয়ে থাকে লিটন দাসের নাম। এই ক্রিকেটার টাইগারদের মধ্যে শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ৫ নম্বরে। টাইগার এই ওপেনারের রয়েছে ১৫২ কোটি টাকার সম্পত্তি।

তামিম ইকবাল

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ৪ নম্বরে। বাংলাদেশের মধ্যকার দামি দামি ব্র্যান্ড, ব্যাংক, কিংবা ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে তামিমের। বাংলাদেশের এই ১ নম্বর ওপেনারের সম্পত্তির মূল্যমান দুই শ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে যা ২০৩ কোটি টাকার সমান।

মুশফিকুর রহিম

বাংলাদেশের টেকনিক্যালি সবচেয়ে সাউন্ড ব্যাটসম্যান মুশফিকুর রহিম এই তালিকায় আছেন ৩ নম্বরে। ৩৫ বছর বয়সী বাংলাদেশের সাবেক এই অধিনায়কের মোট সম্পত্তির পরিমাণ আড়াই শ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে মুশফিকের রয়েছে ২৫৫ কোটি টাকা।

সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার নিঃসন্দেহে সাকিব আল হাসান। বিশ্বের বুকে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় ‘পোস্টার বয়’ তিনি। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। বর্তমানে টাইগার ক্রিকেটের টেস্ট এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটের অধিনায়ক তিনি।

সেই সাকিবের সঙ্গে চুক্তি রয়েছে দেশি-বিদেশি অনেক নামি-দামি কোম্পানি, ব্যাংক, ব্র্যান্ডের। সর্বশেষ অপ্পো, গ্রামীণফোন, ব্লুচিজের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এই ক্রিকেটারের সংগ্রহে রয়েছে বিশ্বের দামি-দামি সব গাড়িও।

বাংলাদেশের পাশাপাশি আমেরিকায়ও সিটিজেন পাওয়া সাকিবের সম্পত্তির মূল্যমান চার শ কোটি টাকারও বেশি। ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুসারে সেই সংখ্যার পরিমাণ ৪০৭ কোটি টাকা।

মাশরাফী বিন মোর্ত্তজা

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জাতীয় দলের বাইরে আছেন লম্বা সময় ধরে। ২০২০ সালের পর থেকে দলের সঙ্গে না থাকলেও এই ক্রিকেটারের মার্কেট চাহিদা রয়ে গেছে আগের মতোই। এখনও বিভিন্ন ব্র্যান্ড, কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের মার্কেটিং স্ট্র্যাটেজির প্রথম পছন্দ মাশরাফী।

এখনো ঘরোয়া লিগে খেলছেন তিনি। এ ছাড়াও ক্রিকেটের পাশাপাশি দেশের রাজনীতিতেও জড়িয়েছেন। বর্তমানে নিজের জন্মস্থান নড়াইলের এমপি হিসেবেও পদ পেয়েছেন। মাশরাফী আছেন বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকার শীর্ষে। ক্রিকট্রেকারের সূত্রমতে মাশরাফীর মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

Post a Comment

 
Top