GuidePedia

0
চন্দ্রমল্লিকা কাটিং পদ্ধতি :
নিচের পন্থা গুলো অনুসরণ করলে ১০০% সফল হবেন ।
১। একেবারে নরম ডাল নেবেন না 
২।৪- ৫ইঞ্চি ডাল নিন ।(দেড় ইঞ্চি মাটিতে পুঁতে দিতে হবে )
৩। যে গাছ টি থেকে কাটিং করবেন সেই গাছটিতে ২ দিন আগে ছত্রাকনাশক স্প্রে করুন 
৪। বালি বা মাটি যে কোনো একটি নিন ।
৫। কাগজের চা এর কাপ গুলো নিন এবং নিচে ফুটো করে দিবেন ।
৬। যে দিন কাটিং করবেন সেই দিন যে গাছ থেকে কাটিং করবেন সেই গাছের টবের মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং গাছটিকে সারা দিন জল স্প্রে করে ভিজিয়ে রাখুন ।
৭। সাইজ মতো ডাল কেঁটে ডালগুলো জলে ১ ঘন্টা চুবিয়ে রাখুন
৮।এর পর হরমোন পাউডার লাগিয়ে ১০-১৫ মিনিট  এমতাবস্থায় রাখুন 
৯। ১০-১৫ মিনিট পর গাছগুলো পুঁতে দিন  
১০। কাটিং লাগানোর পর জল দিন মাটিতে এবং জল স্প্রে করুন পাতায় 
১১। বৃষ্টির দিন গুলোতে করলে সফলতার হার বেশি  , অন্যান্য দিন গুলোতে বিকেল ৪টার করা ভালো ।
১২। কাটিং লাগানোর পর গাছগুলো কে রাত্রে খোলা আকাশের নিচে এবং দিনের বেলায় একেবারে ছায়ায় রাখবেন । তবে এমন জায়গায় রাখবেন যেখানে বাতাস চলাচল হচ্ছে ।
১৩। প্রতিদিন গাছে জল স্প্রে করতে হবে ৩-৪ বার ।
১৪। চার পাঁচ দিন পরেও যদি দেখা যায় যে গাছ নুইয়ে পড়ছে না ,তাহলে মনে করবেন সব ঠিক আছে ।
১৫। গোঁড়ায় জল দিবেন কিনা তা ঠিক করবে মাটির জলধারণ ক্ষমতা । গোঁড়া যাতে একেবারে শুকিয়ে না যায় বা কাদা কাদা  না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে 
১৬। ১০-১২ দিন পর ১০ মিনিট করে রোদে(সকালের)
 রাখুন 
১৭। ১৫ দিন পর গাছকে ১ ঘন্টা করে রোদে দিন।

Post a Comment

 
Top