GuidePedia

0
পুদিনা গাছ লাগানো ও তার যত্ন নিয়ে বেশ কিছু পোস্ট ও কমেন্ট দেখলাম, তাই লিখছি।
1. বাজার থেকে এক গোছা পুদিনা পাতা কিনে আনুন।

2.দু-চারটে শক্তপোক্ত ডাল রেখে দিয়ে বাকিগুলো দিয়ে শরবত, চাটনি বা যা আপনার ইচ্ছে, বানিয়ে খেয়ে ফেলুন।

3. টব ঠিক করুন। নরমাল মাটি, যেটা আপনার হাতের কাছে আছে, সেটাই দেবেন। তবে হ্যাঁ, মাটি যেন শক্ত মাটি না হয়। আলগা নরম মাটি বেশি ভালো।

(যদি হাতের কাছে শক্ত মাটিই থাকে সেক্ষেত্রে একটা পাত্রে মাটি, কিছুটা ঘুঁটে জল দিয়ে পচতে দিন। পচে যাওয়ার পর, ভালো করে শুকনো করে রোদ খাইয়ে ব্যবহার করতে পারেন। ব্যবহারের সময় অল্প সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন)

4.টবের মাটিকে ভালো করে জল দিয়ে ভেজান। প্রথমটায় কাদা কাদা হলেও সমস্যা নেই। ডাল পুঁতে দিন। একটু খেয়াল রাখবেন একটা দুটো করে গিঁট যেন অবশ্যই মাটির নিচে থাকে। বেশি থাকলেও সমস্যা নেই।

5. টব দুটোকে আলো হাওয়া খেলে এমন জায়গায় রাখুন। কিন্তু সরাসরি রোদ যেন কোনো অবস্থাতেই না পায়। খেয়াল রাখবেন যাতে মাটি সবসময় স্যাঁতস্যাঁতে থাকে। মাটির উপর শুকনো হওয়া যাবে না। মোটামুটি এক সপ্তাহ পরেই গাছে শিকড় গজিয়ে যাবে। যদি এর মাঝে গাছ পচতে শুরু করে, একটু ফাংইসাইড জলে গুলে গাছের উপরে আর মাটিতে দিয়ে দেবেন। 

6.গাছের শিকড় বেরোনোর পর থেকে মাটি একটু ভিজে থাকলেই হবে, আরো কিছুদিন পর যদি দেখেন পাতাগুলো সবুজ বা সতেজ না শুকনো চা পাতা 2 মাসে একবার দেবেন।

#বাগান
#পুদিনা

Post a Comment

 
Top