অনেকেই কানাডার ভুয়া জব অফার পেয়ে অনেক টাকা নষ্ট করে থাকেন। ভুয়া জব ধরার অনেক উপায় আসে। কয়েকটা আমি শেয়ার করলাম।
ভুয়া জব অফারের কিছু উদাহরণ -
১. আপনার জব টাইটেল অনুযায়ী আপনাকে তারা স্যালারি অনেক বেশি অফার করবে। যেমন আপনার জব যদি কিচেন হেল্পার হয় আর আপনাকে তারা মাসে ৩০০০ ডলার অফার করবে। মোটামোটি আকাশ ছোয়া স্যালারি অফার করলে মনে করবেন এখানে কোনো ঘটনা আসে।
২. আপনার জব অফারের সাথে আপনার কাছে কোনো কারণে টাকা চাইতে পারে, যেমন এপ্লিকেশন প্রসেসিং ফী।
৩. কানাডার পেমেন্ট সাধারণত ২ সপ্তাহে হয়ে থাকে (biweekly)। এছাড়া হাফ মাসে হয়ে থাকে (semi-monthly)। তারা টোটাল স্যালারি বছরে শো করে অথবা ঘন্টায় কত পাবেন ওটা বলবে (Yearly salary and or hourly rate)। ১ নম্বরে পয়েন্ট টা একটা উদাহরণ ছিলো।
৪. গ্রামারে আর বানানে অনেক ভুল থাকবে।
৫. LMIA নাম্বার থাকবে না।
৬. আপনাকে কোনো ইন্টারভিউ করা হয় নাই কিন্তু জব অফার করে দিসে।
৭. আপনাকে থাকা খাবার জন্য মাসে টাকা অফার করবে।
যদি কোনো জব অফার পান আর আপনার সন্দেহ থাকে তাহলে অবশ্যই গ্রুপ গুলাতে পোস্ট করে সাহায্য নিতে পারেন। সব মানুষই স্ক্যামের শিকার হতে পারে, এটা অনেক সাধারণ।
Post a Comment