GuidePedia

0
জাতীয় পরিচয় পত্র সংশোধন নিয়ে যতো জিজ্ঞাসা
কোনো ভুল থাকলে যতো তাড়াতাড়ি সম্ভব জাতীয় পরিচয় পত্র সংশোধন করা অতি জরুরী। কেননা জাতীয় পরিচয়পত্র বা NID কার্ড একটি বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ নথি বাংলাদেশী নাগরিকদের জন্য। ১৮ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা যায় এবং এনআইডি কার্ড পাওয়া যায়।
সময়ের সাথে সাথে সবকিছুই ডিজিটাল এর দিকে এগিয়ে যাচ্ছে। মাত্র কয়েকটি ধাপ-এ এখন অনলাইনেই মিলবে জাতীয় পরিচয় পত্র। 

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
জাতীয় পরিচয় পত্র চেক করার দুটি উপায় রয়েছে। প্রথমত, অনলাইন মাধ্যমে ঘরে বসেই। দ্বিতীয়ত, আপনার নিকটস্থ নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে।

নির্বাচন কমিশন অফিস জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড চেক করার জন্য অনলাইন সিস্টেম চালু করেছে। অনলাইনে জাতীয় পরিচয় পত্র কপি ডাউনলোড করা বা তথ্য চেক করা যায় খুব সহজেই।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হয়।

এছাড়া পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে আবেদন এর সাথে মৃত সনদ দাখিল করতে হবে।

বিয়ের পর স্বামীর নাম সংযোজন/বিচ্ছেদ হয়ে গেলে স্বামীর নাম বাদ দেয়া
স্বামীর নাম সংযোজন করতে নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস/NID Registration Wing বরাবর আবেদন করতে হয়।

স্বামীর নাম বাদ দিতে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস/NID Registration Wing বরাবর আবেদন করতে হয়। 

বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছেন, এখন আগের স্বামীর নামের স্থানে বর্তমান স্বামীর নাম সংযুক্ত করতে চান?

তবে প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ জাতীয় পরিচয় পত্র সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হয়।
জাতীয় পরিচয় পত্র সংশোধন করা হবে।

ID Card এ অন্য ব্যক্তির তথ্য চলে আসলে সংশোধন
ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিস/NID Registration Wing বরাবর আবেদন করতে হবে। এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া শুরু করা হয়।

রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে চাইলে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনোসটিক রিপোর্ট দাখিল করতে হবে।

এছাড়াও স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে নতুন স্বাক্ষর এর নমুনা এবং গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যায়।
থাকলে সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে উপজেলা/ থানা নির্বাচন অফিস/NID Registration Wing কার্যালয়ে আবেদন করতে হবে।

জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন 
এ সংক্রান্ত কাগজপত্রাদি সহ আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হয়ে থাকে।

আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন নিয়ে যেকোনো জিজ্ঞাসার সমাধান দিতে আমাদের এই আর্টিকেল।

Post a Comment

 
Top