মোবাইল চুরি/ছিনতাই/হারিয়ে গেলে কি করবেন?
১. দ্রুত মোবাইল অপারেটর কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে কথা বলে মোবাইলে ব্যবহৃত সিমগুলি বন্ধ করে দিতে অথবা সেই সিমগুলি পুনরায় তুলে নিতে হবে।
এটা না করলে কি হতে পারে??
অপরাধী/যে কেউ ঐ মোবাইলের সিম ব্যবহার করে যে কোন অপরাধমূলক কাজ করতে পারে যেটা আপনার জন্য ভোগান্তির কারণ হতে পারে।
২. যতদ্রুত সম্ভব নিকটস্থ থানায় অভিযোগ/জিডি করবেন।
৩. জিডি/ অভিযোগ করার সময় অবশ্যই মোবাইলের নাম, ব্রান্ড, অরিজিন, মডেল, রং, স্মার্ট/বাটন, IMEI ও মোবাইলের মধ্যে থাকা সিম নাম্বার উল্লেখ করবেন।
ঐ মোবাইলে ব্যবহৃত সিম নাম্বার কেন উল্লেখ করবেন?
অপরাধী যদি ঐ সিম ব্যবহার করে কোন অপরাধ করেও থাকে তাহলে অবশ্যই আপনি এর দায়ভার হতে মুক্ত হতে পারবেন।
সবচেয়ে জরুরি হচ্ছে IMEI, এটা নির্ভুলভাবে অভিযোগ/জিডিতে উল্লেখ করবেন। আপনার ঐ মোবাইলটি খুঁজে বের করতে ও মালিকানা যাচাই এর জন্য IMEI এর কোন বিকল্প নাই।
৪. আপনার মোবাইল চুরি/ছিনতাই/হারিয়ে যাওয়ার পরই যে উদ্ধার করা যাবে এটা কখনো চিন্তা করবেন না। ধৈর্য্য ধরুন, ভাগ্য ভালো হলে মোবাইলটি পেয়েও যেতে পারেন।
মোবাইল উদ্ধার করতে কত সময় লাগতে পারে??
ভাগ্য ভালো হলে সর্বনিম্ন ১ মাস থেকে ১/২ বছর।
ভাগ্য খারাপ হলে আপনার মোবাইলটি আর কখনো নাও পেতে পারেন।
তবে অধৈর্য্য হবেন না, মাঝেমধ্যে থানায় সংশ্লিষ্ট অফিসারের সাথে যোগাযোগ করবেন, বলা তো যায় না হঠাৎ পেয়েও যেতে পারেন আপনার চুরি/ছিনতাই/হারিয়ে যাওয়া প্রিয় মোবাইলটি।
জনস্বার্থে প্রচারণায়
সাইবার ক্রাইম ইউনিট
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
সি এন্ড বি মোড়, রাজশাহী।
Post a Comment