ফিজিওথেরাপি তে পড়াশোনা, কোথায় করবেন?
একজন ফিজিওথেরাপিস্ট সাধারণত অসুস্থতা, আঘাত ও শারীরিক প্রতিবন্ধিতা থেকে সৃষ্ট শারীরিক সমস্যা নির্ণয় ও চিকিৎসার কাজ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, একজন রোগী কোন প্রকার রেফারেন্স ছাড়াই সরাসরি ফিজিওথেরাপিস্টের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন।
বাংলাদেশে বিভিন্ন মানের ফিজিওথেরাপিস্ট রয়েছেন :
* কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট : কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট হতে চাইলে কমপক্ষে ৪ বছরের কোর্স ও ১ বছরের ইন্টার্নশিপসহ ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলর বা স্নাতক ডিগ্রি গ্রহণ করতে হবে। শুধুমাত্র ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীকেই ‘ফিজিওথেরাপিস্ট’ বলা হয়ে থাকে।
* ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট : যিনি ফিজিওথেরাপি বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স করেছেন, তাকে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট বলা হয়। তিনি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা প্রদান করতে পারবেন।
* অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট : মাত্র ১ বছরের কোর্স সম্পন্ন করে অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট হওয়া যায়। তবে একজন অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্টকে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা দিতে হবে।
বাংলাদেশে ফিজিওথেরাপি যেখানে পড়বেন :
* ন্যাশনাল ইন্সটিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (NITOR) : সরকারি প্রতিষ্ঠান নিটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে পারবেন।
৪ বছর মেয়াদী বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হতে চাইলে প্রার্থীকে অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়সহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ফিজিওথেরাপির উপর পোস্টগ্র্যাজুয়েট কোর্স পরিচালিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির অধীনে।
* ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (ঢাকা ও রাজশাহী) : সরকারিভাবে ঢাকার মহাখালী ও রাজশাহীতে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি তে বিএসসি ইন ফিজিওথেরাপি এবং ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স চালু রয়েছে। এগুলোতে ভর্তি হতে হলে আপনাকে ন্যূনতম, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ হতে হবে।
* সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (CRP) : এ প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশ হেলথ প্রফেশনস ইন্সটিটিউটে (BHPI) স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে ফিজিওথেরাপি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এগুলোতে ভর্তি হতে হলে আপনাকে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্সগুলো পরিচালিত হয় সাভার ক্যাম্পাসে। অন্যদিকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীন পরিচালিত ডিপ্লোমা প্রোগ্রামগুলো নেয়া হয় মিরপুর ক্যাম্পাসে।
* গণবিশ্ববিদ্যালয় : ঢাকার সাভারে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ে ফিজিওথেরাপি বিষয়ে ইন্টার্নশিপসহ ৫ বছর মেয়াদী স্নাতক ও ২ বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু আছে। স্নাতক পর্যায়ে পড়ার ন্যূনতম যোগ্যতা উচ্চমাধ্যমিক। অন্যদিকে স্নাতকোত্তর পর্যায়ের ন্যূনতম যোগ্যতা এমবিবিএস অথবা বিএসসি ইন নার্সিং অথবা ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি।
* স্টেট কলেজ অফ হেলথ সাইন্সেস : ঢাকায় অবস্থিত স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্নাতক পর্যায়ে বিএসসি ইন ফিজিওথেরাপি বিষয়ে পড়ার সুযোগ দিয়ে থাকে।
* সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি (SIMT) : ঢাকার মিরপুরে অবস্থিত SAIC ইইনস্টিটিউট এ ৫ বছর মেয়াদি বিএসসি ইন ফিজিওথেরাপি ও ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপি) কোর্স চালু আছে।
* ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (IIHS) : ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত IIHS এ ফিজিওথেরাপি তে বিএসসি কোর্স চালু রয়েছে। ঢাকা বিশ্ববিধ্যালয়ের অধীনে ৫বছরে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে।
* ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি : ঢাকার মোহাম্মদপুরের আদাবর এ অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি তে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স চালু রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কোর্সটিতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক/সমমান পাশ করার পর ভর্তির সুযোগ রয়েছে।
* ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি (IMT) : ঢাকার মিরপুরে অবস্থিত আইএমটি তে ঢাবির অধীনে ফিজিওথেরাপি তে বিএসসি করার সুযোগ রয়েছে।
* ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি তে ব্যাচেলর কোর্স করার সুযোগ রয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর এই কলেজে ভর্তির সুযোগ পাবে।
Post a Comment