আর্টিফিসিয়াল ঘাস ❓
🍀কৃত্তিম টার্ফ বা আর্টিফিসিয়াল গ্রাস, একদম হুবহু প্রাকৃতিক ঘাসের মত দেখতে হলেও এগুলো তৈরি হয় সিনথেটিক ফাইবার দিয়ে।এগুলো মূলত তৈরি হয়েছে স্টেডিয়ামে ব্যবহারের জন্য বা সমতল কোন জায়গায় বিছিয়ে খেলাধূলার উদ্দেশ্যে। কিন্তু আজকাল আবাসিক লন অথবা বানিজ্যিক ভাবে এর ব্যবহার বেড়েছে। মানুষ বিয়ের স্টেজ, রাজনৈতিক ভাষনের প্লাটফর্ম অথবা দোকান,বাসা বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো ব্যবহার করে।এর মূল কারণ হচ্ছে রক্ষণাবেক্ষণ করা সহজ, অনেক ভারী হওয়ার কারনে সমতল জায়গায় বিছিয়ে দিলে আর কিছু করা লাগে না, ছাঁটাই করার চিন্তা নাই বা পর্যাপ্ত আলে পাওয়ার চিন্তা করতে হয় না।
🎯কোথায় পাবেন?দাম কত?
☘️নিউ মার্কেট,এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব, মহাখালী ফ্লাইওভারের নিচে অথবা ঢাকার যে কোন কার্পেটের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন।
আগে প্রতি স্কয়ার ফিট ৬০-১০০টাকার মধ্যে ভালো পাওয়া যেত কিন্তু দিনকে দিন মানুষের চাহিদা বৃদ্ধির জন্য দাম বেড়েছে অথবা করোনা কালীন সময়ে শিপম্যান্ট বন্ধ থাকার কারনে হয়তো দাম বেড়েছে।
এখন ৯০- ১৩০/১৪০ টাকার মধ্যে ভালে মানের ঘাস পাওয়া যায়।
আমি যখন কিনতে গিয়েছিলাম তখন ভরপুর লকডাউন চলে।চায়না থেকে সকল শিপম্যান্ট বন্ধ ছিল।তাই দাম ও বাড়তি ছিল।পরে অনেক গুলো দোকান খুঁজে এক জায়গা থেকে নিয়েছিলাম।
আমি ২টা রোল কিনেছিলাম। প্রতি রোলে ৫৩৮/৫৪০ স্কয়ার ফিট থাকার কথা থাকলেও একটু কম ছিল। দোকানদার ভেবেছিলো আমি হয়তো ব্যবসায়িক উদ্দেশ্যে নিচ্ছি ,পরে ব্যক্তিগত ব্যবহারের কথা জানতে পেরে তাদের কাছ থেকে কোন মন্ত্রী নিয়েছে ঢাকায় কে কে নিয়েছে এসব বলে বলে আলাপ জুড়ে দেয়।পরে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ঘাসগুলো(কত মি.লি জিজ্ঞেস করে লজ্জা দিবেন না) কিনেছি প্রতি স্কয়ার ফিট ১২৫ টাকা করে।তবে রোল গুলো এতো ভারী যে আপনি কল্পনা ও করতে পারবেন না। প্রতিটা রোল ছাদে উঠাতে আমার ৬ জন করে লোক লেগেছে।
🎯ভাইয়া পানি দিলে ঘাস গুলে বড় হয়ে যাবে নাতো?এগুলো পরিষ্কার করবো কিভাবে?রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাবে নাতো?এত ভারী ঘাস গুলো রোদে কাপড়ের মত শুকাতে পারবোতো?
🍀আপনার এতো প্রশ্ন অথবা টেনশন অর্ধেকটাই কমিয়ে দিয়েছে চাইনিজরা(World's leading artificial grass manufacturer Chaina)।অত্যাধিক ভারী হওয়ার কারনে ঘাস গুলোর নিচে লাইন ধরে অসংখ্য সরু ছিদ্র আছে। সুতরাং ভারী বর্ষনে হোক আর মানব সৃষ্ট কারণে হোক পানি পড়লে জমে থাকবে না।তবে এটা নির্ভর করবে আপনি যেখানে ঘাসগুলো বিছিয়েছেন এর নিচে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা।সাধারণত প্রত্যেকটা ছাদে ও বারান্দায় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে যদি না কোন অর্ধেক জ্ঞান সম্পন্ন কোন ইন্জিনিয়ার কনস্ট্রাকশনের প্ল্যান দিয়ে থাকে।
যেমন আমাদের ছাদে এনট্রান্স বাদে বাকি তিনদিক দিয়ে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকার পর ও ভারী বর্ষনে পানি জমে যায়, তবে আধা ঘণ্টার মধ্যেই পানি নেমে যায়। আমার টেনশন করতে হয়না কারণ বৃষ্টিতে ভিজে রোদে শুকায়।আর কয়েকদিন টানা বৃষ্টি হলে মাঝে মাঝে উল্টো করে রাখি যাতে ছাদটাও শুকিয়ে যায়।
অনেকে বলে সাবানের পানি অথবা ডিটারজেন্ট ব্যবহার করে পরিষ্কার করতে।কিন্তু আমার মনে হয় সার্ফএক্সেল অথবা এই ধরনের ডিটারজেন্ট ব্যবহার করলে দ্রুত সবুজাভ ভাবটা কমতে থাকবে।তাই আমি প্রতি সপ্তাহে একবার পানির পাইপ দিয়ে পুরো টার্ফ টাই পরিষ্কার করি।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি আপনি ছাদে ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন সকাল ও রাতে কুয়াশায় প্রাকৃতিক ঘাসের মত ভিজে আছে।প্রথম দিকে তীব্র রোদে মনে হত কাঁচা আমের গন্ধ বের হচ্ছে।
🎯এগুলো আস্তে আস্তে উঠে যাবে না?রোদে ফ্যাকাশে হয়ে যাবে না?হাটলে নষ্ট হয়ে যাবে না?
🍀দেখেন মানুষের চুলইতো মনে হয় প্রতিদিন গড়ে ৪০ টা করে ঝরতে থাকে তাই বলে কি মানুষ কয়দিনের মধ্যেই টাক হয়ে যায়?
সাধারণ ব্যবহারে ঘাসগুলো চুলের মতো উষ্কখুষ্ক হয়ে পড়লেও আপনি যদি উল্টিয়ে রাখেন অথবা রোল করে পেঁচিয়ে রাখেন দেখবেন আগের মত সমান হয়ে পড়েছে।
রোদের যেই তীব্র হিট তাতে একটু ফ্যাকাশে হলেও তা আপনার চোখে পড়বে বলে মনে হয় না।আর মানুষ টার্ফে খেলাধূলা করে।আমরা আমাদের ছাদে রীতিমত টূর্নামেন্ট খেলি(ছেলে বলে কথা😌) আর আপনিতো হাঁটবেন অথবা পোজ নিয়ে ছবি তুলবেন চা খেতে খেতে।
এরপরও যদি আপনার টেনশন না কমে তবে ঘাসের ছবি তুলে ঘাসগুলো স্টোর রুমে ফেলে রাখেন,আর কখনো নষ্ট হবে না😁।
আর বারান্দায় যারা ব্যবহার করবেন তারা ভারী কিছু না রাখলে ঘাসগুলো নষ্ট হওয়ার কোন আশংকা দেখি না।হয়তো যেই খানে টব বা অন্য কিছু রাখবেন ঐ জায়গার ঘাসগুলো একটু ডেবে যেতে পারে।তাছাড়া বারান্দার টার্ফ গুলে এমনিতেই ছোট হবে বারান্দার মাপে কাটার কারনে।তাই আপনাদের পরিষ্কার করতে ঝামেলা হওয়ার কথা না।
তবে বিশ্বাস করেন আর না করেন বড় ঘাসগুলো যেই ফিল আপনাকে দিবে তা আপনি ন্যাচারাল ঘাসেও পাবেন না(তূলনামূলক ছোট্ট গুলোর সাথে কম্পেয়ার করে বলছি)।
তবে আমাদের পুরো বাড়ি ডেকোরেশন করতে গিয়ে আমার হাতে কেনা যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন ছিলো সবার। দিনশেষে ঐইটাই সবচেয়ে পছন্দের হয়েছে সবার কাছে, সেটা মুখে কেউ স্বীকার না করলেও বুঝেছি সবার ঘাসে বসে তোলা ছবি ফেসবুকে আপলোড দেওয়ার পর।
তবে একটা কথা কি, দেশিরা ছাদে বসার জায়গা,কফি হাউস,লাউঞ্জ আর বিদেশীরা Gazebo/ Pergola যাই বলেন না কেন ঐটার সৌন্দর্য হাজার হাজার গুনে বাড়িয়ে দিয়েছে এই আর্টিফিসিয়াল ঘাস।
🌚আমার ব্যক্তিগত উপদেশ :
১. পাতা লতা,কাগজের টুকরো চিপসের প্যাকেট ফেলে ঘাস গুলো ময়লা করে রাখলে আপনার তোলা সেল্ফিতেই তা দেখা যাবে😁।
২.প্রতি সপ্তাহে একবার পানি দিয়ে পরিষ্কার করলেই হবে। কাপড়ের মতো কচলানোর বা সাবান দেওয়ার দরকার নাই।আর চাইলেও আসলে কচলাতে পারবেন কি না, সেটা কিনলেই বুঝবেন।
৩.অনলাইন কোন শপ থেকে না কেনাই ভালো এতে আসল, নকল, কত মি.লি, দর দাম কোন কিছুরই সত্যতা উপলব্ধি করতে পারবেন না।
৪.আর বড় পরিমান বা পুরো রোল কিনলে আপনার নিদিষ্ট জায়গা অনুযায়ী যখন কাটতে যাবেন তখন সাবধান।এন্টি কাঁটার দিয়ে কাটা ইজি।লেয়ার বাই লেয়ার ভাগ করা আছে।বুঝে বুঝে টান দিলেই কেটে যাবে।
৫.আমার মাথায় যা এসেছে লিখেছি ,এরপরও কিছু জানার থাকলে প্রশ্ন করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ।
[বি.দ্র: আমার লেখনিতে ভূল থাকতে পারে, থাকলে তা শুদ্ধ করে দিবেন দয়া করে।আর আমি এমনিতেও একটু মজা করে কথা বলি তাই কোন কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমার এবং আমার বাগানের পক্ষ থেকে চায়ের দাওয়াত 🍀☕️☘️]
Post a Comment