আপনারা যারা নতুন গাছ লাগাবেন তাদের জন্য কিছু পরামর্শঃ
১। গাছ লাগাবেন বিকেলের দিকে। কারন এ সময় আবহাওয়া স্বাভাবিক থাকে যা গাছের জন্য ভাল।
২। গাছ লাগানোর জন্য কোন প্রকার সার(রাসায়নিক/গোবর) ব্যবহার করবেন না। তবে জৈব/কেঁচো সার/যে কোন কম্পোষ্ট দেয়া যাবে। না দিলে কোন সমস্যা নাই।
৩। গাছের ব্যাগ যতটুকু তার থেকে ১ ইঞ্চি বেশি গর্ত করবেন।
৪। পলি ব্যাগ ব্লেড/ধারালো কিছু দিয়ে কেটে ফেলবেন।
৫। অবশ্যই গাছ মাটিতে পোতার সময় আঙুল দিয়ে চারপাশে মাটি গেদে গেদে দিবেন। যাতে কোন ফাকা না থাকে। যদি ফাকা থাকে তবে পানি ঢুকে গাছ মারা যেতে পারে।
৬। মাটি যদি শক্ত হয় মাটি তবে লাগানোর পর ১ মগ পানি দিবেন। প্রতিদিন সকাল বিকাল সামান্য হলেও পানি দিবেন।
৭। গাছের শেকড় মাটিতে লাগার আগ পর্যন্ত কোন রাসায়নিক সার ব্যবহার করবেন না।
৮। মনে রাখবেন কাটিংয়ের পেপারস একটু আটো-সাটো হইলেই ধারালো ব্লেড দিয়ে খুব সাবধানে কেটে দিবেন।(লাগানোর ১ মাস পরেই) তা না হলে গাছের বৃদ্ধি ব্যহত হবে।
৯। নিয়মিত গাছের আগাছা পরিস্কার আপনারা যারা
১০। কাটিংয়ের নিচে কোন ডাল-পালা হলে সেগুলি সাবধানে কেটে দিবেন।
ইনশাল্লাহ এই কাজ গুলি করলে আপনার গাছ মরবে না এবং গাছের বৃদ্ধিও হবে।
যে কোন পরামর্শের জন্য বিনা দ্বিধায় যে কোন সময় যোগাযোগ করুন।
মোবাইল-০১৯১৩-৯১৮১২৯
Post a Comment