ছাদ বাগানে গাছের পাতা হলদে হয়ে পুড়ে বা ঝলসে যাওয়ার আসল কারণ জেনে নিন ( আপডেট ) :-
এই সমস্যার প্রধান কারণ , মাটিতে থাকা কৃমি। নেমাটোড নামের কৃমি গাছের শিকড়ে আক্রমণ করে তার খাদ্যের জন্যে। তাতে গাছের শিকড় ক্ষতিগ্রস্থ হয়ে প্রায়ই শিকড়ে গাঁটের মতো গোটা হয় এবং গাছ তখন মাটি থেকে ঠিক মতো তার খাদ্য পুষ্টিরস নিতে পারে না। ফলে পাতা হলুদ হয়ে দুই ধারে পুড়ে বা ঝলসে যাওয়ার মতো হয়ে , ধিরে ধিরে পাতা শুকিয়ে যায় এবং ঠিক তখনই গাছে বিভিন্ন রকমের ছত্রাক আক্রমণ করে। পরে গাছটি শুকিয়ে মরে যায়। রোদের তাপে মাটি গরম অবস্থায় গাছের গোড়ায় পানি দিলে টেমাটোড কৃমি সক্রিয় হয় উঠে এবং বংশ বিস্তার করে। ছাদ বাগানে এই নেমাটোড কৃমি টব বা হাফ ড্রামে ছড়িয়ে পরে গার্ডেন টুলসের মাধ্যমে।
প্রতিকার : - সর্ব প্রথম কাঁচি দিয়ে ঝলসে যাওয়া বা পুড়ে যাওয়ার বা হলদে লাল হয়ে যাওয়া পাতা গুলোর কিনারা গুলো কেটে দিন। এতে ছত্রাকের বিস্তার ঐ গাছে এবং অন্যান্য গাছের পাতাতে ছড়াবে না। সব পাতা কেটে বা ছিড়ে ফেলবেন না। তাতে গাছের সালোকসংশ্লেষণে প্রভাব পরবে। পরে ছত্রাকনাশক ম্যানসার ৭৫ ডব্লিউপি বা এই গ্রুপের (কার্বেন্ডাজিম ১২% + ম্যানকোজেব ৬৩%) ৫ গ্রাম বা ১ চা চামুচ ১ লিটার পানিতে গুলিয়ে শেষ বিকেল বেলায় গাছে পাতার উপর নীচে ভালো করে ভিজিয়ে ২০/২৫ দিন পর পর মাঝে ২ মাস বিরতি দিয়ে নিয়মিত স্প্রে করুন। মাটির কৃমি নেমাটোড দমন করতে টব বা হাফ ড্রাম থেকে মাটি উঠিয়ে ফেলুন গাছের শিকড় দেখা পযর্ন্ত। তাতে জৈবিক ভাবে ট্রাইকোডার্মা ( Trichoderma ) ১২ থেকে ১৪ ইঞ্চি টবের জন্যে ২ চা চামুচ এবং হাফ ড্রামের জন্যে ২ টেবিল চামুচ পরিমাণ ঐ শিকড়ের উপর ছড়িয়ে দিয়ে তার উপর আগের তুলে ফেলা মাটির সাথে বেশ কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে টব বা হাফ ড্রামের খালি অংশ পূরণ করে দিন। পরে খুব করে পানি ঐ টবে ঢেলে দিন যাতে অতিরিক্ত পানি টবের নীচ দিয়ে ড্রেনেজ হয়ে বেড়িয়ে যায়। মাটিতে এই পদ্ধতি অবলম্বন করবেন বছরে ৩ বার নিয়মিত।
রাসায়নিক ভাবে কার্বফুরান ( Carbofuran ) 5G. ৩ চা চামুচ এবং ৬ চা চামুচ পরিমাণ একই পদ্ধতিতে মাটিতে প্রয়োগ করবেন নিয়মিত। শুভকামনা রইল।
বিঃদ্রঃ - সাবধান * বিষ * --- মাটি এবং মাটির মিশ্রনে জৈবিক এবং রাসায়নিক হাতে নাড়াচাড়া করার পর খুব ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। সকল প্রকার স্প্রে একদম শেষ বিকেল বেলায় স্প্রে করুন। বেশি বাতাসে স্প্রে করবেন না। স্প্রে করার সময় অবশ্যই মুখে মাস্ক পরিধান করতে হবে এবং স্প্রে করার পর সাবান পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন। স্প্রে করার ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে বৃষ্টি হলে , স্প্রের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই আবার নতুন করে স্প্রে করতে হবে।
ধন্যবাদ।
- মুবারক হোসেন।🇧🇩🇧🇩🇧🇩
Post a Comment