বিশ্বের শীর্ষ ৫ ধনী দেশ
মাথাপিছু ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে প্রতি বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শীর্ষ ধনী দেশগুলোর তালিকা প্রকাশ করে থাকে। এ তালিকার শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আসুন তাহলে জেনে নিই বিশ্বের শীর্ষ ৫ টি ধনী দেশ ও দেশগুলোর আয় সম্পর্কে:
কাতার:
মাথাপিছু আয়ের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সম্পদশালী এই দেশটি বর্তমান বিশ্বে ধনী দেশের শীর্ষে অবস্থান করছে। আইএমএফ ২০১৭ এর তথ্য অনুযায়ী, কাতারের মাথাপিছু বার্ষিক ক্রয়ক্ষমতা ১ লাখ ২৪ হাজার ৫৩০ মার্কিন ডলার। কাতারের অর্থনীতি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। কারণ দেশটির রপ্তানি আয়ের প্রায় ৮৫ ভাগই আসে জ্বালানি তেল থেকে।
লুক্সেমবার্গ:
পশ্চিম ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গ পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ। দেশটিতে বাস করে মাত্র ৬ লাখ মানুষ যাদের মাথাপিছু বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ১ লাখ ৯ হাজার ১৯০ টাকা। ইউরোপের সবচেয়ে বড় স্যাটেলাইট অপারেটর হিসেবে দেশটি সবার কাছে পরিচিত। ’ট্যাক্স হেভেন’ বা ’করের স্বর্গ’ হিসেবে লুক্সেমবার্গ বিখ্যাত।
সিঙ্গাপুর:
বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের অবস্থান তৃতীয়। মুক্ত বাণিজ্য ও উদার কর ব্যবস্থার কারণে সিঙ্গাপুর বিশ্ব বাণিজ্যে শীর্ষে অবস্থান করছে। বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগের কারণে সিঙ্গাপুর দেশটির অর্থনীতি এতো দ্রুত সমৃদ্ধ লাভ করেছে। এর ফলে উন্নত হয়েছে জনগণের জীবনযাত্রার মান ও বেড়েছে মাথাপিছু আয়।
ব্রুনাই:
বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটির প্রায় ৯০ ভাগ রাজস্ব উৎপাদনের উৎস হলো অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। ২০১৬ সালের দিকে দেশটির মাথাপিছু আয় কিছুটা কমলেও, সম্প্রতি আবার বেড়েছে। মাত্র ৪ লাখ জনসংখ্যার এ দেশটিতে মাথাপিছু আয়ের পরিমাণ ৭৬ হাজার ৭৪০ মার্কিন ডলার।
আয়ারল্যান্ড:
ইউরোপের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডের অবস্থান রয়েছে শীর্ষে। সে ধারা থেকেই আয়ারল্যান্ড বিশ্বে ধনী দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। দেশটির জনগণের মাথাপিছু আয় হলো ৭২ হাজার ৬৩০ মার্কিন ডলার। বিপুল বিনিয়োগ ও নির্মাণে সমৃদ্ধি ঘটায় দেশটির জিডিপি প্রবৃদ্ধিও বেড়েছে।
কপিকৃতঃ অনির্বাণ ©
Post a Comment