কাগজে লেখা ছাড়া কোন কন্ট্রাক্ট করবেন না।
১ সুইচ = ১ পয়েন্ট। একটা গ্যাং সুইচে চারটি সুইচ থাকলে চার পয়েন্ট হবে যদি চারটি সুইচই কানেকশন দেয়া হয়, মানে চারটিই কার্যকর হয়। যদি তিনটি কার্যকর হয় তবে ৩ পয়েন্ট।
১ টি গ্যাং সকটে = ১ পয়েন্ট। সেখানে সকেট যতগুলোই থাকাক না কেনো।
ফ্যানের রেগুলেটর, আর ফ্যানের সুইচ যদি আলাদা হয়, তবে ২ পয়েন্ট হবে। রেগুলেটরের মধ্যেই যদি সুইচ থাকে তবে ১ পয়েন্ট হতে পারে (আলোচনা করে নেবেন)।
অন্য যে কোন সুইচ আা সকেট ১ পয়েন্ট করে।
ডিবি বোর্ড ১ পয়েন্ট।
প্রতিটি সার্কিট ১ পয়েন্ট করে ধরে।
আার্থিং (সবুজ তার) এর টানার জন্য তারা চার্জ করতে চাইতে পারে। অতচ এটা তার কাজের অংশ। যদি দিতে হয় এর জন্য থোক বরাদ্দ দিবেন। যেমন ৫০০/১০০০।
আইপিএস (হলুদ তার) টেনে রাখলে ভবিস্যতে কাজে সুবিধা হবে। এর জন্য চার্জ আছে। তারা পয়েন্ট হিসাবে চাইবে।
মিটারের সাথে কানকশনে কোন চার্জ নাই।
বাতি, ফ্যান লাগানোর কোন চার্জ নাই।
এসি, গিজার, আইপিএস লাগালে চার্জ আলোচনা করে নিবেন।
সবকিছু আলোচনা করে কাগজে লিখে নিবেন। না হলে পরে সবে উল্টে যাবে। আর এ কাজে ইলেকট্রিক বিষয়ে আপনার ধারণা থাকা প্রয়োজন। তা না হলে সব কিছু মিস্তিরির উপর নির্ভর করতে হবে।
Post a Comment