GuidePedia

0
আজকের বিষয় কিউরিং বা পানি ছিটানো।।
কিউরিং একটি ইংরেজি শব্দ এর বাংলা শাব্দিক অর্থ হল পানি খাওয়ানো অর্থাৎ এটি একটি পদ্ধতি এর মাধ্যমে  নতুন কংক্রিট পৃষ্ঠে পানির আদ্রতা বজায় রাখা হয়। কিউরিং যদি ভালো না হয় তাহলে কংক্রিট পূর্ণ শক্তি অর্জন করতে পারে না এবং ঢালাই এ ফাটল সৃষ্টি হয়। গাথুনী এবং প্লাস্টার প্রয়োজনীয় শক্তি অর্জন করতে না পারলে দুর্বল গাথুনী হয়  এবং প্লাস্টার জ্বরে পড়ে।।  অন্যথায় কিউরিং  যদি ভালো হয় তবে কংক্রিট পূর্ণ মাত্রায় শক্তি অর্জন করে , স্থাপনার স্থায়িত্ব বৃদ্ধি পায়, ফাটল হয় না এবং প্রতিকুল আবহাওয়ায় স্থাপনা টিকে থাকার শক্তি অর্জন করে।

কিউরিং এর  পদ্ধতি সমুহঃ

১। ছায়া পদ্ধতি

এই পদ্ধতিতে কংক্রিট পৃষ্ঠকে সরাসরি সূর্যের তাপ থেকে ডেকে রাখা হয় যাতে করে কংক্রিট এর মধ্যে থাকা পানি গুলো সূর্যের তাপে উড়ে না যায়।

২। ছালা বস্তা আচ্ছাদন পদ্ধতিঃ

এই পদ্ধতিতে কংক্রিটের উলম্ভ মেম্বার যেমন কলাম/পিলার কে ছালার বস্তা দ্বারা আচ্ছাদিত করা করা হয়। এই পদ্ধতিতে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছালার আচ্ছাদন না শুকিয়ে যায় সেই জন্য কিছু সময় পর পর পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়।

৩। পানি ছিটানো পদ্ধতিঃ

এই পদ্ধতিতে প্রচুর পরিমাণ পানি দরকার হয়। নিদিষ্ট সময় পর পর পাম্পের সাহায্যে পানি ছিটিয়ে দেওয়া হয়।

৪। পুকুর তৈরি পদ্ধতি ঃ 

আনুভুমিক মেম্বার  যেমন ফ্লোর, ছাদ, রোড এর জন্য এই পদ্ধতিটি খুব উপযোগী । এই পদ্ধতিতে পুকুরের মত ঘের তৈরি করা হয় যাতে সব সময় পানি ধরে রাখা যায়। কিউরিং এর নিদিষ্ট সময় পর্যন্ত এই ঘের রাখা হয়।

৫। মেমব্রেন /ঝিল্লি /পর্দা কিউরিং পদ্ধতিঃ

মেমব্রেন কিউরিং পদ্ধতিতে কংক্রিট এর স্তরকে আচ্ছাদিত করা হয় পানি রোধী একটি পর্দা দিয়ে যা এক সপ্তাহের জন্য রাখা হয়। এই মেমব্রেন টি কংক্রিট থেকে পানি উবে যাওয়া থেকে রক্ষা করে। 

মোম ইমালসন , বিতুমেন ইমালসন, বিতুমেন এর পানি রোধী পেপার, এবং পলিথিন হচ্ছে কমন কিছু মেমব্রেন মেম্বার। 

কতো দিন কিউরিং করবেন আপনার বাড়িতেঃ-

১/ ছাদ ঢালাইর ২৪ ঘন্টা পর থেকে ঢালা পানি দিয়ে রাখবেন ১৪ থেকে ২১ দিন পর্যন্ত।

১/ ইটের গাথুনী এবং প্লাস্টার  করার ২৪ ঘন্টা পর থেকে  ৭ থেকে ১০ দিন পানি ছিটাবেন। প্রতি দিন ২থেকে ৩ বার করে পানি ছিটাবেন।

এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজে ফলো দিয়ে রাখতে পারেন। আশা করি উপকারে আসবে আপনাদের।

Post a Comment

 
Top