GuidePedia

0
মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী  কে কত অংশ পাবে?

০১। প্রত্যেক পূত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ হিস্যা পাবে।
০২। যদি পূত্র না থাকে এবং মাত্র ১ কন্যা থাকে, তবে কন্যা সকল সম্পত্তির ০.৫০০ অংশ প্রাপ্ত হবেন। একাধিক কন্যা থাকলে, সকলে মিলে সর্বোচ্চ ০.৬৬৭ অংশ প্রাপ্ত হবেন।
০৩। সন্তান থাকলে স্ত্রী ০.১২৫ অংশ প্রাপ্ত হবেন।
০৪। নিঃসন্তান স্ত্রী ০.২৫০ অংশ প্রাপ্ত হবেন।
০৫। সন্তান থাকলে মৃতের পিতা ০.১৬৭ অংশ প্রাপ্ত হবেন।
০৬। মৃতের সন্তান না থাকলে, মৃতের পিতা অন্যান্য অংশীদারের অংশ বাদে অবশিষ্টাংশ অংশ প্রাপ্ত হবেন।
০৭। সন্তান থাকলে মৃতের মাতা ০.১৬৭ অংশ প্রাপ্ত হবেন।
০৮। মৃতের সন্তান না থাকলে, মৃতের মাতা ০.৩৩৩ অংশ প্রাপ্ত হবেন। কিন্তু মৃত ব্যক্তির দুই বা ততোধিক ভাই/বোন থাকলে মাতার অংশ বর্ধিত হবে না। পিতা এবং স্বামী/স্ত্রী জীবিত থাকলে স্বামী/স্ত্রীর অংশ বাদে যা অবশিষ্ট থাকবে, মৃতের মাতা তা হতে ০.৩৩৩ অংশ প্রাপ্ত হবেন।
০৯। মৃতের পূত্র জীবিত থাকলে, মৃতের ভাই-বোন কোন অংশ প্রাপ্ত হবেন না।
১০। মৃতের পিতা/পূত্র/কন্যা/ভাই/বোন না থাকলে দুরবর্তী আত্মীয়গণ ওয়ারিশ বলে গন্য হবেন।
১১। মৃত ব্যক্তি নিঃসন্তান হলে পিতা ০.৬৬৭ অংশ প্রাপ্ত হবেন।
১২। মৃত ব্যক্তি নিঃসন্তান হলে মাতা ০.৩৩৩ অংশ প্রাপ্ত হবেন।
১৩। মৃতের পিতা/পূত্র/কন্যা/ভাই/বোন না থাকলে, ১ জন বৈপিত্রেয় ভাই ০.১৬৬ অংশ প্রাপ্ত হবেন।
১৪। মৃতের পিতা/পূত্র/কন্যা/ভাই/বোন না থাকলে, ১ জন বৈপিত্রেয় বোন ০.১৬৬ অংশ প্রাপ্ত হবেন।
১৫। মৃতের পিতা/পূত্র/কন্যা/ভাই/বোন না থাকলে, বৈপিত্রেয় ভাই/বোন একাধিক হলে সকলে মিলে ০.৩৩৩ অংশ প্রাপ্ত হবেন।
১৬। নিঃসন্তান স্ত্রীর স্বামী ০.৫০০ অংশ প্রাপ্ত হবেন। তবে সন্তান থাকলে বা পূর্বের স্বামীর সন্তান থাকলেও স্ত্রী ০.২৫০ অংশ প্রাপ্ত হবেন।
১৭। নিঃসন্তান স্বামীর স্ত্রী ০.২৫০ অংশ প্রাপ্ত হবেন। তবে সন্তান থাকলে ০.১২৫ বা পূর্বের স্বামীর অন্য স্ত্রীর সন্তান থাকলেও স্ত্রী ০.১২৫ অংশ প্রাপ্ত হবেন।
১৮। মৃতের পিতা/মাতা/পূত্র/কন্যা না থাকলে, শুধুমাত্র ১ বোন থাকলে তিনি ০.৫০০ অংশ প্রাপ্ত হবেন। আর যদি বোনের সংখ্যা একাধিক হয়, সকলে মিলে ০.৬৬৭ অংশ প্রাপ্ত হবেন।
১৯। মৃতের পিতা/মাতা/পূত্র/কন্যা না থাকলে, ভাই-বোন থাকলে তাঁরা ২:১ অনুপাতে অংশ প্রাপ্ত হবেন।
২০। স্বামী সন্তানহীনা বোনের সকল সম্পত্তির উত্তরাধিকারী হবেন তাঁর ভাই/ভাইগণ।
২১। পূত্রের কোন ওয়ারিশ না থাকলে পিতামহ ০.৫০০ অংশ প্রাপ্ত হবেন।
২২। মৃতের পিতামহী ০.১৬৭ অংশ প্রাপ্ত হবেন।
২৩। মৃতের একাধিক পিতামহী থাকলে, তাঁরা সকলে মিলে ০.১৬৭ অংশ প্রাপ্ত হবেন।

Post a Comment

 
Top