ফোনে কল দিয়ে কেউ উত্যক্ত করছে? হুমকি দিচ্ছে?
মোবাইলে অচেনা নম্বর থেকে কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার কিছুই হতে পারে না। বিশেষত মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। প্রযুক্তির উৎকর্ষে ছোট্ট কয়েকটি কাজ আপনি করতে পারেন স্রেফ ঘরে বসেই।
আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েকটি অ্যাপ নামিয়ে নিন:
(১) True caller : এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। বিরক্ত নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে।
(২) Mobile Number Locator : অজানা কলারের অপারেটর ও রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে।
(৩) LINE Whoscall : কলারের নামের সঙ্গে অন্যান্য তথ্যও জানাবে এই অ্যাপ। এছাড়া এই অ্যাপটির সাহায্যেও বিরক্তিকর নম্বর ব্লক করা সম্ভব। অ্যাপটির আরেকটি সুবিধা হচ্ছে, এটি শুধু কলই নয় ওই নম্বর থেকে পাঠানো এসএমএসও ব্লক করতে পারে
(৪) Calls Blacklist : কলারের নাম-ঠিকানা জানা ছাড়াও এই অ্যপের সাহায্যে কল ও মেসেজ ব্লক করা সম্ভব। একই সঙ্গে ইউজার নির্ধারিত লিস্ট তৈরি করে সেসব নম্বরও ব্লক করা যাবে। ব্লাক লিষ্ট সাদা লিষ্ট এর সুবিধা আছে, সিডিউল করার সিস্টেম আছে।
(৫) Facebook: ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নম্বরটি টাইপ করুন। সে ব্যক্তি যদি এই ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে (করার সম্ভাবনা খুব বেশী), তাহলে তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব ।
(৬) বারবার ফোন করলে ফোন অন করে পাশে রাখুন, ওর বিল উঠতে থাকুক হা হা হা :P
(৭) সেল বাজার , বিক্রয় ডট কমে বিরক্তকর নম্বর দিয়ে লিখে দিন আই ফোন সিক্স মাত্র ৫০০০ টাকায়, হা হাহ :
আপনি আপনার সুবিধামত যে কোনটি বেছে নিতে পারেন। মুখোশ খুলে দিন বিরক্তিকর ফোন বা মিসকল দাতার। ভালো থাকুন! ছেলে বলে কেও ড্রিস্ট্রাব করে না, আফসোসস অ্যাপ গুলো ব্যবহার করা হয় না , হা হা হা
আর হুমকি দিলে একই পদ্ধতি , উপরের নিয়ম গুলো ফলো করুন। তার পর পরের স্টেপ গ্রহন করুন।
থ্রেট পুরোটা শুনুন, সে কি বলতে চায় ? ( ফোনে রেকর্ড করার সিস্টেম থাকলে রের্কড করে নিন, না থাকলে গুগল প্লে থেকে একটি ভয়েস রেকর্ড অ্যাপ নামিয়ে নিন) বায়োম্রেটিক হওয়ার ফলে একজন ব্যক্তি ১৫ টির বেশি সিম ব্যবহার করতে পারবে না, সেহেতু বিরক্তকর নম্বর বা হুমকি দেয়া নম্বরটি নিয়ে নিকটস্থ থানায় জিডি করুন। জিডিতে যে অফিসারের নাম নম্বর দেয়া থাকে তার সাথে যোগাযোগ রাখুন। যে মুহূর্তে জিডি করলেন, সে মুহূর্তে আপনার নিরাপত্তার দায়িত্ব ওই অফিসারের। বিষয়টি ওসি সাহেবকে অবহিত করুন। সেবা না পেলে সাকের্ল এ এস পি কে জানাতে হবে। পুলিশ ঘুষ চাইলে, অনৈতিক কিছু দাবী করলে উক্ত দুটি (01769693535, 01769693536, Email : complain@police.gov.bd ও করতে পারেন) নম্বরে ফোন করে জানাবেন। একজন অতিরিক্ত ডিআইজি এই সেলটি পরিচালনা করেন।
এর চেয়েও ভালো কোন আপডেট তথ্য জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না, নিজেকে আপডেট করে নিবো।
(সব পন্থা কাজ করবে এমন কোন কথা নেই)
Written by Sultan Mahmud Sujon